আরাফাত হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

- আপডেটের সময় : ০৫:৫৪:২৫ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / ৬৪৪
তালতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে আরাফাত খান (২২) হত্যা মামলার প্রধান আসামি সোহেল খানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিকে বুধবার (৩০ এপ্রিল ২৫) দুপুর ১ টা ৪০ মিনিটের সময় তালতলী থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, মাদক কেনাবেচাকে কেন্দ্র করে উপজেলার শারিকখালী ইউনিয়নের কচুপাতা বাজারে আরাফাত খানকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আরাফাত খান কচুপাতা বাজার এলাকার আ. জলিল খানের ছেলে। এঘটনায় নিহতের বাবা আ. জলিল উপজেলার পঁচাকোড়ালীয়া ইউনিয়নের কলারং গ্রামের শহীদ শিকদারের ছেলে সোহেলকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করে। গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে ডিএমপির বাড্ডা থানা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্জালাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি আলোচিত আরাফাত খান হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় অবস্থান করছেন। রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে বাড্ডা থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে। ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।