ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মহিপুরে গাঁজা পরিবহনে যুবকের এক মাসের কারাদণ্ড

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৮:১২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / ৫৮৩

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে গাঁজা পরিবহনের অপরাধে গাজী সায়েম মেহেদী (৩২) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

শনিবার (১৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে মহিপুর থানা পুলিশের সহযোগিতায় পুরান মহিপুর টোলপ্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।

অভিযানের সময় গাজী সায়েম মেহেদীর কাছ থেকে ১০ গ্রাম গাঁজা ও অ্যাংজাইটি ডিসঅর্ডার চিকিৎসায় ব্যবহৃত কিছু ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত সায়েম মেহেদী কলাপাড়া উপজেলার টিয়াখালী এলাকার বাসিন্দা।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক ধ্রুববাণীকে বলেন, ‘মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান সম্পূর্ণ জিরো টলারেন্স। মাদক পরিবহন বা ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

স্থানীয়রা জানান, মাদক নিয়ে এলাকায় কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে সক্রিয়। প্রশাসনের এমন অভিযান এলাকাকে মাদকমুক্ত রাখতে বড় ভূমিকা রাখবে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালানোর আহ্বান জানান তারা।

মহিপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে।



নিউজটি শেয়ার করুন








মহিপুরে গাঁজা পরিবহনে যুবকের এক মাসের কারাদণ্ড

আপডেটের সময় : ০৮:১২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে গাঁজা পরিবহনের অপরাধে গাজী সায়েম মেহেদী (৩২) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

শনিবার (১৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে মহিপুর থানা পুলিশের সহযোগিতায় পুরান মহিপুর টোলপ্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।

অভিযানের সময় গাজী সায়েম মেহেদীর কাছ থেকে ১০ গ্রাম গাঁজা ও অ্যাংজাইটি ডিসঅর্ডার চিকিৎসায় ব্যবহৃত কিছু ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত সায়েম মেহেদী কলাপাড়া উপজেলার টিয়াখালী এলাকার বাসিন্দা।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক ধ্রুববাণীকে বলেন, ‘মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান সম্পূর্ণ জিরো টলারেন্স। মাদক পরিবহন বা ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

স্থানীয়রা জানান, মাদক নিয়ে এলাকায় কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে সক্রিয়। প্রশাসনের এমন অভিযান এলাকাকে মাদকমুক্ত রাখতে বড় ভূমিকা রাখবে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালানোর আহ্বান জানান তারা।

মহিপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে।