কুয়াকাটায় গ্রামীণ নারী দিবস উদযাপন

- আপডেটের সময় : ০৮:১৩:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / ৫৯০
মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধিঃ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৫। “গ্রামীণ নারী : সহনশীলতা, উদ্ভাবন ও খাদ্য নিরাপত্তার চালিকা শক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটায় দিনটি উদযাপন করেছে নারী উন্নয়ন সংস্থা ‘সিঁড়ি’।
শনিবার সকালে সিঁড়ি’র উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি কুয়াকাটার প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোটেল প্রিন্স চত্বরে এসে শেষ হয়। পরে হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
সভায় সিঁড়ি’র নির্বাহী পরিচালক চান চান-এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা সিকোডা’র নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান এবং রিও’র নির্বাহী পরিচালক সাইদুর রহমান সাইদ। এছাড়া স্থানীয় এলাকার অর্ধ শতাধিক গ্রামীণ নারী উদ্যোক্তা, স্বনির্ভর নারী সদস্য ও শিক্ষার্থীরা অংশ নেন অনুষ্ঠানে।
বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রায় গ্রামীণ নারীরা এখন একটি নির্ভরযোগ্য শক্তি। কৃষি, ক্ষুদ্র ব্যবসা ও পারিবারিক জীবনে তাদের অবদান দেশের গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। তবে এখনও তারা সামাজিক স্বীকৃতি, ন্যায্য মজুরি ও অর্থনৈতিক স্বাধীনতার ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন। বক্তারা নারী শিক্ষার প্রসার, প্রযুক্তির ব্যবহার, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং নারী উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় বক্তারা আরও বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে গ্রামীণ নারীই প্রকৃত চালিকা শক্তি। তাদের স্বীকৃতি ও সহায়তা ছাড়া উন্নয়নের অগ্রযাত্রা স্থবির হয়ে পড়বে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীদের দক্ষতা উন্নয়ন, ক্ষুদ্রঋণ কার্যক্রমে অংশগ্রহণ ও উৎপাদনমুখী কর্মসংস্থানে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। কুয়াকাটার নারী উদ্যোক্তারা এ আয়োজনে অংশ নিয়ে জানান, এমন উদ্যোগ তাদের আত্মবিশ্বাস ও স্বনির্ভরতার পথকে আরও মজবুত করবে।