ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আটোয়ারীতে কবরস্থানে রাতের আধারে মন্দির নির্মাণ, এলাকায় চাঞ্চল্য

নিউজ রুম
  • আপডেটের সময় : ০১:৫৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / ৯৪৩

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের পাল্টাপাড়া এলাকায় কবরস্থানের ভেতরে রাতের আঁধারে একটি মন্দির নির্মাণকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, রোববার (১৯ অক্টোবর) সকালে এলাকাবাসী দেখতে পান যে পাল্টাপাড়া আবল্লা কবরস্থানের ভেতরে টিনসেট দিয়ে নির্মিত একটি কাঁচা মন্দির তৈরি করা হয়েছে। অভিযোগ উঠেছে, পাল্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রতন বর্মন, গোপাল চন্দ্র, মানিক চন্দ্র বর্মন, শান্ত মালাকারসহ আরও কয়েকজন ব্যক্তি শনিবার গভীর রাতে গোপনে ওই মন্দিরটি নির্মাণ করেন।

এলাকাবাসীর অভিযোগ, ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট ও সামাজিক বিভাজন সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ কাজ করা হয়েছে। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় বাসিন্দা মো. আমজাদ হোসেন, মো. আবু হোসেন ও আব্দুর রহিম বলেন, ‘এই কবরস্থানে অতীতে কখনো কোনো হিন্দু মন্দির ছিল না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি তৈরি করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত মন্দিরটি অপসারণের দাবি জানাচ্ছি।’

আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজাকার আলম (কচি) জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কবরস্থানের ভেতরে কোনো স্থাপনা নির্মাণ করা আইনগতভাবে ও সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় বলে সংশ্লিষ্টদের অবহিত করেন। তিনি বিষয়টি প্রশাসনের কাছে জানিয়ে দুইজন গ্রাম পুলিশ মোতায়েন করেছেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

এ বিষয়ে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ধ্রুববাণীকে বলেন, ‘ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা হয়েছে। প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে, তবে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে যাতে ধর্মীয় সম্প্রীতি নষ্ট না হয়।



নিউজটি শেয়ার করুন








আটোয়ারীতে কবরস্থানে রাতের আধারে মন্দির নির্মাণ, এলাকায় চাঞ্চল্য

আপডেটের সময় : ০১:৫৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের পাল্টাপাড়া এলাকায় কবরস্থানের ভেতরে রাতের আঁধারে একটি মন্দির নির্মাণকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, রোববার (১৯ অক্টোবর) সকালে এলাকাবাসী দেখতে পান যে পাল্টাপাড়া আবল্লা কবরস্থানের ভেতরে টিনসেট দিয়ে নির্মিত একটি কাঁচা মন্দির তৈরি করা হয়েছে। অভিযোগ উঠেছে, পাল্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রতন বর্মন, গোপাল চন্দ্র, মানিক চন্দ্র বর্মন, শান্ত মালাকারসহ আরও কয়েকজন ব্যক্তি শনিবার গভীর রাতে গোপনে ওই মন্দিরটি নির্মাণ করেন।

এলাকাবাসীর অভিযোগ, ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট ও সামাজিক বিভাজন সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ কাজ করা হয়েছে। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় বাসিন্দা মো. আমজাদ হোসেন, মো. আবু হোসেন ও আব্দুর রহিম বলেন, ‘এই কবরস্থানে অতীতে কখনো কোনো হিন্দু মন্দির ছিল না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি তৈরি করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত মন্দিরটি অপসারণের দাবি জানাচ্ছি।’

আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজাকার আলম (কচি) জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কবরস্থানের ভেতরে কোনো স্থাপনা নির্মাণ করা আইনগতভাবে ও সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় বলে সংশ্লিষ্টদের অবহিত করেন। তিনি বিষয়টি প্রশাসনের কাছে জানিয়ে দুইজন গ্রাম পুলিশ মোতায়েন করেছেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

এ বিষয়ে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ধ্রুববাণীকে বলেন, ‘ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা হয়েছে। প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে, তবে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে যাতে ধর্মীয় সম্প্রীতি নষ্ট না হয়।