ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কলাপাড়ায় জলাতঙ্ক প্রতিরোধে মালিকবিহীন কুকুর-বিড়ালকে টিকা প্রদান

নিউজ রুম
  • আপডেটের সময় : ১২:১৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / ৫২৬

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ মরণব্যাধি জলাতঙ্ক রোগ প্রতিরোধে পটুয়াখালীর কলাপাড়ায় মালিকবিহীন কুকুর ও বিড়ালকে বিনামূল্যে টিকা প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে কলাপাড়া পৌরসভার আয়োজনে এবং পটুয়াখালী অ্যানিমেল লাভার্সের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক কাউছার হামিদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক কাউছার হামিদ বলেন, ‘এই কর্মসূচির মাধ্যমে কলাপাড়া পৌরসভার বিভিন্ন এলাকায় মালিকবিহীন কুকুর ও বিড়ালকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান করা হবে। এ উদ্যোগ সফল করতে পৌর নাগরিকদের সহযোগিতা প্রয়োজন।’

পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং জলাতঙ্কমুক্ত কলাপাড়া গড়ার লক্ষ্যে এই কার্যক্রম পর্যায়ক্রমে সব ওয়ার্ডে পরিচালিত হবে। এদিকে কুয়াকাটা পৌরসভার উদ্যোগেও মালিকবিহীন কুকুর-বিড়ালকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান করা হয়েছে।



নিউজটি শেয়ার করুন








কলাপাড়ায় জলাতঙ্ক প্রতিরোধে মালিকবিহীন কুকুর-বিড়ালকে টিকা প্রদান

আপডেটের সময় : ১২:১৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ মরণব্যাধি জলাতঙ্ক রোগ প্রতিরোধে পটুয়াখালীর কলাপাড়ায় মালিকবিহীন কুকুর ও বিড়ালকে বিনামূল্যে টিকা প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে কলাপাড়া পৌরসভার আয়োজনে এবং পটুয়াখালী অ্যানিমেল লাভার্সের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক কাউছার হামিদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক কাউছার হামিদ বলেন, ‘এই কর্মসূচির মাধ্যমে কলাপাড়া পৌরসভার বিভিন্ন এলাকায় মালিকবিহীন কুকুর ও বিড়ালকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান করা হবে। এ উদ্যোগ সফল করতে পৌর নাগরিকদের সহযোগিতা প্রয়োজন।’

পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং জলাতঙ্কমুক্ত কলাপাড়া গড়ার লক্ষ্যে এই কার্যক্রম পর্যায়ক্রমে সব ওয়ার্ডে পরিচালিত হবে। এদিকে কুয়াকাটা পৌরসভার উদ্যোগেও মালিকবিহীন কুকুর-বিড়ালকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান করা হয়েছে।