কলাপাড়ায় ইয়াবাসহ এক যুবক গ্রেফতার
নিউজ রুম
- আপডেটের সময় : ০৫:৪৮:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / ৬০০
নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াবাসহ রিয়াদ প্যাদা (৩০) একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় সঙ্গীয় সোহাগ খান (৩২) নামে একজন পালিয়ে যায়।
মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় ধানখালী ইউনিয়নের ধানখালী গ্রামের লতিফ হাওলাদারের বাড়ির সামনে থেকে রিয়াদকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রিয়াদ ধানখালীর নজির প্যাদা এবং সোহাগ বরগুনা জেলার আমতলী উপজেলার পূর্ব চিলা গ্রামের ধলু খানের পুত্র।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত রিয়াদকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক সোহাগ খানকে গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে।























