ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে পরীক্ষার প্রশ্নে লেখক বেল্লাল হাওলাদারের নাম!

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৬:১৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / ৬৩২

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের যোগেন্দ্র কিশোর এন্ড হরেন্দ্র কিশোর হাইস্কুল এন্ড কলেজের অর্ধ-বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রে সমসাময়িক লেখক মো. বেল্লাল হাওলাদারের নাম অন্তর্ভুক্ত করে এক ব্যতিক্রমী উদাহরণ তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি অনুষ্ঠিত নবম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় দ্বিতীয় নম্বর প্রশ্নের (ক) অংশে শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া হয় লেখক বেল্লাল হাওলাদারের কাছে একজন পাঠক হিসেবে চিঠি লেখার। সেখানে ‘ঈমন’ নামে নিজের পরিচয় দিয়ে লেখকের সাহিত্যকর্ম নিয়ে মতামত ও অনুভূতি প্রকাশ করতে বলা হয়। পরীক্ষার খাতায় সমসাময়িক একজন লেখককে উদ্দেশ্য করে চিঠি লেখার সুযোগ পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত।

নবম শ্রেণির একাধিক শিক্ষার্থী জানায়, সাধারণত তারা প্রশ্নপত্রে প্রথিতযশা বা প্রয়াত লেখকদের নামই দেখে অভ্যস্ত। কিন্তু এবার জীবিত এবং সমসাময়িক একজন লেখকের প্রতি পাঠকসুলভ চিঠি লেখার সুযোগ পেয়ে তারা ভিন্নধর্মী আনন্দ পেয়েছে।

স্কুলের বাংলা বিষয়ের শিক্ষক নিপা খান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সাহিত্যচর্চার প্রতি আগ্রহী করে তুলতে চাই। বেল্লাল হাওলাদারের লেখাগুলো এখনকার তরুণদের জন্য সহজবোধ্য, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধকারী। তাই পাঠকের দৃষ্টিকোণ থেকে লেখকের কাছে চিঠি লেখার মাধ্যমে তারা নিজের অনুভূতি প্রকাশ করতে শিখবে।’

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে লেখক মো. বেল্লাল হাওলাদার বলেন, ‘একজন লেখকের জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে যে, শিক্ষার্থীদের পরীক্ষার প্রশ্নপত্রে আমাকে নিয়ে লেখা হচ্ছে! আমি কৃতজ্ঞ স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের প্রতি। আশা করি, তরুণ পাঠকদের মধ্যে সাহিত্য নিয়ে ভাবার প্রবণতা বাড়বে।’

প্রশ্নটির এমন ব্যতিক্রমী উপস্থাপনাকে ইতিবাচক বলেই মনে করছেন অনেক শিক্ষার্থী ও অভিভাবক। শিক্ষা বিশেষজ্ঞদের মতে, বাস্তব জীবন ও সাহিত্যকে শিক্ষার সাথে যুক্ত করার এ ধরণের প্রয়াস শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও সৃজনশীলতা বাড়াতে সহায়ক হবে।



নিউজটি শেয়ার করুন








হবিগঞ্জে পরীক্ষার প্রশ্নে লেখক বেল্লাল হাওলাদারের নাম!

আপডেটের সময় : ০৬:১৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের যোগেন্দ্র কিশোর এন্ড হরেন্দ্র কিশোর হাইস্কুল এন্ড কলেজের অর্ধ-বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রে সমসাময়িক লেখক মো. বেল্লাল হাওলাদারের নাম অন্তর্ভুক্ত করে এক ব্যতিক্রমী উদাহরণ তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি অনুষ্ঠিত নবম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় দ্বিতীয় নম্বর প্রশ্নের (ক) অংশে শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া হয় লেখক বেল্লাল হাওলাদারের কাছে একজন পাঠক হিসেবে চিঠি লেখার। সেখানে ‘ঈমন’ নামে নিজের পরিচয় দিয়ে লেখকের সাহিত্যকর্ম নিয়ে মতামত ও অনুভূতি প্রকাশ করতে বলা হয়। পরীক্ষার খাতায় সমসাময়িক একজন লেখককে উদ্দেশ্য করে চিঠি লেখার সুযোগ পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত।

নবম শ্রেণির একাধিক শিক্ষার্থী জানায়, সাধারণত তারা প্রশ্নপত্রে প্রথিতযশা বা প্রয়াত লেখকদের নামই দেখে অভ্যস্ত। কিন্তু এবার জীবিত এবং সমসাময়িক একজন লেখকের প্রতি পাঠকসুলভ চিঠি লেখার সুযোগ পেয়ে তারা ভিন্নধর্মী আনন্দ পেয়েছে।

স্কুলের বাংলা বিষয়ের শিক্ষক নিপা খান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সাহিত্যচর্চার প্রতি আগ্রহী করে তুলতে চাই। বেল্লাল হাওলাদারের লেখাগুলো এখনকার তরুণদের জন্য সহজবোধ্য, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধকারী। তাই পাঠকের দৃষ্টিকোণ থেকে লেখকের কাছে চিঠি লেখার মাধ্যমে তারা নিজের অনুভূতি প্রকাশ করতে শিখবে।’

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে লেখক মো. বেল্লাল হাওলাদার বলেন, ‘একজন লেখকের জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে যে, শিক্ষার্থীদের পরীক্ষার প্রশ্নপত্রে আমাকে নিয়ে লেখা হচ্ছে! আমি কৃতজ্ঞ স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের প্রতি। আশা করি, তরুণ পাঠকদের মধ্যে সাহিত্য নিয়ে ভাবার প্রবণতা বাড়বে।’

প্রশ্নটির এমন ব্যতিক্রমী উপস্থাপনাকে ইতিবাচক বলেই মনে করছেন অনেক শিক্ষার্থী ও অভিভাবক। শিক্ষা বিশেষজ্ঞদের মতে, বাস্তব জীবন ও সাহিত্যকে শিক্ষার সাথে যুক্ত করার এ ধরণের প্রয়াস শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও সৃজনশীলতা বাড়াতে সহায়ক হবে।