কুয়াকাটায় ইউএনও’র অপসারণের দাবিতে এবার ক্ষুদ্র ব্যবসায়ীদের বিক্ষোভ

- আপডেটের সময় : ০২:১৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
- / ৬৮৬
নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর কুয়াকাটায় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলামের অপসারণের দাবিতে ফের বিক্ষোভে ফেটে পড়েছেন সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ীরা।
বুধবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটা সৈকতে শতাধিক ব্যবসায়ী, ক্যামেরাম্যান ও স্টুডিও মালিকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন। বিক্ষোভকারীরা কাফনের কাপড় পরে, জুতা ও ঝাড়ু হাতে নিয়ে রাস্তায় নামেন এবং ইউএনও’র বিরুদ্ধে নানা রকম স্লোগান দিতে থাকেন।
এ সময় তারা অভিযোগ করেন, সৈকতের সৌন্দর্য রক্ষার নামে বারবার উচ্ছেদ অভিযান চালিয়ে তাদের জীবিকা ধ্বংস করা হচ্ছে। একাধিক ব্যবসায়ী দাবি করেন, তালাবদ্ধ স্টুডিওর তালা ভেঙে কম্পিউটারসহ মূল্যবান সামগ্রী জব্দ করা হয়েছে। অনেকেই এই কর্মকাণ্ডকে “লুটপাট” বলেও আখ্যায়িত করেন।
এক বিক্ষুব্ধ ব্যবসায়ী বলেন, ‘বছরের পর বছর ধরে আমরা এখানে ব্যবসা করছি। হঠাৎ করেই জব্দ অভিযানের নামে আমাদের দোকানে ঢুকে সবকিছু নিয়ে গেছে প্রশাসন। অথচ প্রভাবশালীরা সরকারি জমিতে বহুতল ভবন করলেও তাদের কিছু বলা হচ্ছে না।’
বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, ইউএনও রবিউল ইসলাম সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিববুর রহমানের ঘনিষ্ঠ এবং আওয়ামী লীগের একটি বিশেষ মহলের হয়ে কাজ করছেন। তারা বলেন, একজন পক্ষপাতদুষ্ট প্রশাসনিক কর্মকর্তা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড চালাতে পারেন না।
তারা বলেন, সৈকতের সৌন্দর্য রক্ষার নামে কোনো পুনর্বাসনের ব্যবস্থা না করেই তাদের উচ্ছেদ করা হয়েছে, যা অন্যায়, দমনমূলক এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার। তারা ইউএনও’র অপসারণ দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও মো. রবিউল ইসলাম বলেন, ‘সৈকতের সৌন্দর্য রক্ষায় বিচ ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে। যেখানে-সেখানে দোকান বসানোয় সৈকতের পরিবেশ নষ্ট হচ্ছিল। ব্যবসায়ীদের মার্কেট বরাদ্দ দেওয়া হলেও তারা সেখানে যেতে চান না।’
এদিকে কুয়াকাটার ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে উপজেলা প্রশাসনের দ্বন্দ্ব দিন দিন জটিল হয়ে উঠছে। সমঝোতা না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে।