ঠাকুরগাঁওয়ে ভ্রান্ত মতবাদ ঘিরে উত্তেজনা, সন্তানদের তওবায় বাবার দাফন!

- আপডেটের সময় : ০৭:৪০:২০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- / ৫৫২
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের জামাদারপাড়া গ্রামে এক ব্যক্তির দাফনকে কেন্দ্র করে দিনভর টানাপোড়েন ও উত্তেজনার সৃষ্টি হয়। মঙ্গলবার ভোররাতে দবিরুল ইসলাম (৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে তার জানাজা ও দাফন নিয়ে বিভ্রান্তি দেখা দেয়।
স্থানীয়দের অভিযোগ, দবিরুল দীর্ঘদিন ধরে ‘দয়ালবাবা’ নামে একটি তরিকার অনুসারী ছিলেন, যার শিক্ষা ইসলামবিরোধী বলে দাবি করেন এলাকাবাসী। অভিযোগ করা হয়, ওই তরিকায় বলা হয় হাঁটতে হাঁটতে নামাজ পড়া যায়, এমনকি খেতে খেতেও রোজা রাখা যায়। এই বিতর্কিত মতবাদকে ঘিরেই জানাজা নিয়ে দ্বিধা–দ্বন্দ্ব তৈরি হয়।
দিন গড়ালেও জানাজা না হওয়ায় বিকেলের দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আশপাশের গ্রামের শতাধিক মানুষ জানাজা না পড়ার পক্ষে অবস্থান নেন।
এ অবস্থায় বিকেল চারটার দিকে পাঁচ গ্রামের মুসল্লিদের নিয়ে বৈঠকে বসেন স্থানীয়রা। বৈঠকে দবিরুলের দুই ছেলে রেজেকুল ও সুবহান স্থানীয় ইমামের কাছে তওবা পড়ে ঘোষণা দেন যে তারা আর ওই ভ্রান্ত মতবাদ অনুসরণ করবেন না। এরপর ইমাম, মসজিদ কমিটি ও গ্রামবাসীরা জানাজা সম্পন্ন করার বিষয়ে একমত হন। অবশেষে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জানাজা শেষে দবিরুল ইসলামকে দাফন করা হয়।
দবিরুলের ছোট ভাইয়ের স্ত্রী পারভিন বেগম বলেন, ‘দিনভর টানাপোড়েনের পর এলাকার মানুষের কাছে ক্ষমা চাওয়ার পরই স্বাভাবিকভাবে দাফন করা সম্ভব হয়েছে।’
ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন জানান, ‘এলাকাবাসীর শর্ত ছিলো, দবিরুলের পরিবার ভ্রান্ত পথ ত্যাগ করবে। সন্তানরা সেই প্রতিশ্রুতি দেওয়ার পরই জানাজা ও দাফন সম্পন্ন হয়।’
দিনভর উত্তেজনার পরও শেষ পর্যন্ত আপসের মাধ্যমে শান্তিপূর্ণভাবে দাফন সম্পন্ন হয়।