রামগতিতে ইউপি সদস্যকে চাঁদা না দেয়ায় কৃষকের উপর হামলা

- আপডেটের সময় : ০২:৫৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ৭০১
এইচ.এম.আল-আমিন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগতিতে চাঁদা না দেয়ায় ইউপি সদস্য ফেরদৌসের সন্ত্রাসী হামলায় আবদুল মন্নান নামের এক কৃষককে গুরুতর রক্তাক্ত ও জখম করার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, চর গাজী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার ফেরদৌস এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। শালিসে চাঁদা আদায়, জমি দখল, সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে এলাকায় গড়ে তুলেছে তার নিজস্ব ক্যাডার বাহিনী। কেউ তার কথার অবাধ্য হলে নেমে আসে নানান ধরনের নির্যাতন। সম্প্রতি চর আফজল গ্রামের তোফায়েল আহাম্মদের ছেলে আবদুল মন্নান তার পারিবারিক সম্পত্তিতে নিজের বসত ঘরের রান্নাঘর মেরামত করতে গেলে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে ইউপি সদস্য। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় মন্নানের উপর নেমে আসে মামলা, হামলা, অবর্ণনীয় দূর্ভোগ ও নির্যাতন।
নির্যাতনের শিকার বৃদ্ধ কৃষক মন্নান ন্যায় বিচারের প্রত্যাশায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত রামগতি লক্ষ্মীপুরে মামলা দায়ের করেন। যার নং- জিআর- ১৪৯/২১। যা বর্তমানে পিবিআই তদন্তাধীন রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আবদুল মন্নান তার বসত বাড়ীর রান্নাঘর মেরামত করতে গেলে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে ইউপি সদস্য ফেরদৌস ও তার বাহিনী। টাকা দিতে ব্যর্থ হলে তারা কৃষক মন্নানের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় তারা বেশ কয়েকটি গাছ কেটে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। আহত মন্নানকে স্বজনরা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতাল ভর্তি করে।
এ দিকে ইউপি সদস্য ফেরদৌস কৃষক মন্নান ও তার পরিবারকে সর্বস্বান্ত করার মানসে তার নামে আদালতে পাল্টা একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান তাওহিদুল ইসলাম সুমন জানান, বিষয়টি আমার জানা ছিলনা। নিশ্চয়ই কেউ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেনা।
ভূক্তভোগী মন্নান ন্যায় বিচার এবং সন্ত্রাসী ফেরদৌসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।