ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গরীবরা

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৯:২৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
  • / ৭৫৬

শহীদুল আলম : কি দেখছেন তাকিয়ে? এটা কোনো বিশ্বের দামি যাদুঘরের ভিআইপি গ্যালারী নয়। এটা হাজারও অসহায় বাবার রুটি-রুজি‌ বন্ধের একমাত্র অবলম্বনের বর্তমান চিত্র। এটা শতশত অনাহারী অসহায় শিশুর আর্তচিৎকার। এটা সমাজের অবহেলিত, লাঞ্ছিত ও শোষিত জনগোষ্ঠীর উপার্জনের একমাত্র শেষ অবলম্বন।

এদের অপরাধটা কি? অপরাধ তো একটাই যে এরা পরিবার নিয়ে বেঁচে থাকার জন্য দু’বেলা দু’মুঠো অন্ন সংগ্রহের আশায় সরকার ঘোষিত লকডাউনের মধ্যে রিক্সা নিয়ে রাস্তায় নেমেছিল ব্যস এইটুকুই।

অথচ যাদের ভুরি ভুরি আছে, আমেরিকা কিংবা কানাডায় অট্টালিকা বানিয়েছে আরাম আয়েস করার জন্য, বিলাসবহুল নামি দামি গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় তাদের তো কিছু বলার সাহস পাচ্ছে না প্রশাসন। লকডাউন কি শুধু সুবিধা বঞ্চিত খেঁটে খাওয়া অসহায় গরীব মানুষগুলোর জন্য?

এর সঠিক জবাব কে দিবে? সরকার নাকি লকডাউন বাস্তবায়নের সাথে জড়িত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ? দেশে কেন এই বৈষম্য?
পরিসংখ্যান খুঁজে দেখুন সংক্রমনের হার এই খেঁটে খাওয়া মানবগোষ্ঠীর মধ্যে তুলনামূলক অনেক নগণ্য।

তাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গরীববান্ধব দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ অনুরোধ এই তৃণমূল মানবগোষ্ঠীর উপার্জনের শেষ সম্বলটুকু এভাবে কেড়ে নিবেন না। না হয় এদের জন্য বিকল্প যে কোনো ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনার আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তাব্যক্তিদের নির্দেশনা দিয়ে একটু হলেও এদের পাশে এসে দাঁড়ান।



নিউজটি শেয়ার করুন








লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গরীবরা

আপডেটের সময় : ০৯:২৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১

শহীদুল আলম : কি দেখছেন তাকিয়ে? এটা কোনো বিশ্বের দামি যাদুঘরের ভিআইপি গ্যালারী নয়। এটা হাজারও অসহায় বাবার রুটি-রুজি‌ বন্ধের একমাত্র অবলম্বনের বর্তমান চিত্র। এটা শতশত অনাহারী অসহায় শিশুর আর্তচিৎকার। এটা সমাজের অবহেলিত, লাঞ্ছিত ও শোষিত জনগোষ্ঠীর উপার্জনের একমাত্র শেষ অবলম্বন।

এদের অপরাধটা কি? অপরাধ তো একটাই যে এরা পরিবার নিয়ে বেঁচে থাকার জন্য দু’বেলা দু’মুঠো অন্ন সংগ্রহের আশায় সরকার ঘোষিত লকডাউনের মধ্যে রিক্সা নিয়ে রাস্তায় নেমেছিল ব্যস এইটুকুই।

অথচ যাদের ভুরি ভুরি আছে, আমেরিকা কিংবা কানাডায় অট্টালিকা বানিয়েছে আরাম আয়েস করার জন্য, বিলাসবহুল নামি দামি গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় তাদের তো কিছু বলার সাহস পাচ্ছে না প্রশাসন। লকডাউন কি শুধু সুবিধা বঞ্চিত খেঁটে খাওয়া অসহায় গরীব মানুষগুলোর জন্য?

এর সঠিক জবাব কে দিবে? সরকার নাকি লকডাউন বাস্তবায়নের সাথে জড়িত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ? দেশে কেন এই বৈষম্য?
পরিসংখ্যান খুঁজে দেখুন সংক্রমনের হার এই খেঁটে খাওয়া মানবগোষ্ঠীর মধ্যে তুলনামূলক অনেক নগণ্য।

তাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গরীববান্ধব দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ অনুরোধ এই তৃণমূল মানবগোষ্ঠীর উপার্জনের শেষ সম্বলটুকু এভাবে কেড়ে নিবেন না। না হয় এদের জন্য বিকল্প যে কোনো ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনার আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তাব্যক্তিদের নির্দেশনা দিয়ে একটু হলেও এদের পাশে এসে দাঁড়ান।