মহিপুরে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশীর নামে মামলা

- আপডেটের সময় : ০৯:৩০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
- / ১০৫২
মাহতাব হোসেন, মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের ফাঁসিপাড়া গ্রামে এক কিশোরীকে (১৩) ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশীর নামে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুন) রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে অভিযুক্ত প্রতিবেশী বাবুল শিকদারকে একমাত্র আসামি করে মহিপুর থানায় এ মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত রোববার (২০ জুন) সকালে ওই কিশোরীকে ঘরে একা পেয়ে প্রতিবেশী বাবুল ধর্ষণের চেষ্টা চালায়। এমন সময় কিশোরী ও তার ছোটভাই ডাক-চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এলে উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায় বাবুল।
এ বিষয়ে মহিপুর থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে।
এ ঘটনায় স্থানীয় মেম্বার অভিযুক্তকে রক্ষায় সালিশের চেষ্টা করে ব্যর্থ হয় বলে জনশ্রুতি রয়েছে। এছাড়া ভুক্তভোগীর পরিবার অতি দরিদ্র হওয়ায় প্রভাবশালী একটি চক্র এ ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে।