ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাবা দিবসে কবি বেল্লাল হাওলাদারের শুভেচ্ছা

নিউজ রুম
  • আপডেটের সময় : ০১:৫০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
  • / ৭৫১

বার্তা কক্ষঃ আজ বিশ্ব বাবা দিবস। সারা বিশ্বের সন্তানরা বাবাকে বিশেষভাবে সম্মান জানানোর জন্য জুন মাসের তৃতীয় রোববার বাবা দিবস হিসেবে পালন করেন। বিশ্বের বিভিন্ন দেশে বাবা দিবস পালিত হয়। তৃতীয় রোববার হিসেবে এ বছর ২০ জুন পালিত হচ্ছে বাবা দিবস। বাবার প্রতি শ্রদ্ধা-ভালোবাসা, জানানোর জন্যই এই দিবস।

দিবসটি উপলক্ষে প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক ও গবেষণামূলক অনলাইন দৈনিক ধ্রুববাণী পত্রিকার প্রকাশক বিশিষ্ট কবি ও গল্পকার মোঃ বেল্লাল হাওলাদার শুভেচ্ছা জানিয়েছেন।

বাবা দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি ৩৬৫ দিনই বাবা আর মা দিবস। বাবা-মাকে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন হয় না। সন্তানের জীবনে মা-বাবা দুজনেই অপরিসীম গুরুত্বপূর্ণ। মা সংসার ও সন্তান সামলে চাকরিও করেন, বাইরেরও ঘরে সমান ভাবে কর্মব্যস্ত থাকেন। তেমনই বাবাও তাঁর কর্মব্যস্ততায় ঘরের বাইরে থাকলেও, তা সেরে সংসারের খুঁটিনাটিও তাঁর নজরে থাকে। মায়ের মতো বাবাও সন্তানকে সময় দেন, সাহচর্য দেন। সন্তানের অসুখে রাত জাগেন, গল্প ও গান শুনিয়ে ঘুম পাড়ান। আজকের এই বাবা দিবসে বিশ্বের সকল বাবাদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা। মহান আল্লাহ সকল বাবাদের ভালো ও সুস্থ রাখুন। আমিন।’

শুভেচ্ছা বার্তায় তিনি সকল সন্তানদের বাবা-মায়ের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান।



নিউজটি শেয়ার করুন








বাবা দিবসে কবি বেল্লাল হাওলাদারের শুভেচ্ছা

আপডেটের সময় : ০১:৫০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১

বার্তা কক্ষঃ আজ বিশ্ব বাবা দিবস। সারা বিশ্বের সন্তানরা বাবাকে বিশেষভাবে সম্মান জানানোর জন্য জুন মাসের তৃতীয় রোববার বাবা দিবস হিসেবে পালন করেন। বিশ্বের বিভিন্ন দেশে বাবা দিবস পালিত হয়। তৃতীয় রোববার হিসেবে এ বছর ২০ জুন পালিত হচ্ছে বাবা দিবস। বাবার প্রতি শ্রদ্ধা-ভালোবাসা, জানানোর জন্যই এই দিবস।

দিবসটি উপলক্ষে প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক ও গবেষণামূলক অনলাইন দৈনিক ধ্রুববাণী পত্রিকার প্রকাশক বিশিষ্ট কবি ও গল্পকার মোঃ বেল্লাল হাওলাদার শুভেচ্ছা জানিয়েছেন।

বাবা দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি ৩৬৫ দিনই বাবা আর মা দিবস। বাবা-মাকে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন হয় না। সন্তানের জীবনে মা-বাবা দুজনেই অপরিসীম গুরুত্বপূর্ণ। মা সংসার ও সন্তান সামলে চাকরিও করেন, বাইরেরও ঘরে সমান ভাবে কর্মব্যস্ত থাকেন। তেমনই বাবাও তাঁর কর্মব্যস্ততায় ঘরের বাইরে থাকলেও, তা সেরে সংসারের খুঁটিনাটিও তাঁর নজরে থাকে। মায়ের মতো বাবাও সন্তানকে সময় দেন, সাহচর্য দেন। সন্তানের অসুখে রাত জাগেন, গল্প ও গান শুনিয়ে ঘুম পাড়ান। আজকের এই বাবা দিবসে বিশ্বের সকল বাবাদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা। মহান আল্লাহ সকল বাবাদের ভালো ও সুস্থ রাখুন। আমিন।’

শুভেচ্ছা বার্তায় তিনি সকল সন্তানদের বাবা-মায়ের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান।