কুয়াকাটায় ভেসে এসেছে ১৫ জেলেসহ দুর্ঘটনা কবলিত ট্রলার ও জেলের মরদেহ

- আপডেটের সময় : ০৩:১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / ৮৬৪
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটায় ডিসি পার্ক সংলগ্ন সৈকতে ভেসে এসেছে ‘এফবি সাগরকন্যা’ নামের একটি দুর্ঘটনাকবলিত মাছ ধরার ট্রলার ও ইদ্রিস (৫০) নামের এক জেলের মরদেহ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে সৈকতের কাছাকাছি ট্রলার ও মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ইদ্রিসের পরনে ছিল লাল গেঞ্জি ও কালো প্যান্ট। তার ভাতিজা সাগর পোশাক দেখে মরদেহটি শনাক্ত করেন।
ভাতিজা সাগর জানান, তিনিও ওই ট্রলারে ছিলেন এবং তার চাচা ইদ্রিসও তাদের সঙ্গে ছিলেন। ট্রলার ডুবে যাওয়ার সময় তিনিও নিখোঁজ হন। লাল গেঞ্জি ও কালো প্যান্টের মাধ্যমেই তিনি মরদেহ শনাক্ত করেন।
সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই ১৫ জন জেলে নিয়ে ‘এফবি সাগরকন্যা’ ট্রলারটি গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। ট্রলারটির মাঝি ছিলেন আবদুর রশিদ। ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে পৌঁছালে ট্রলারটি প্রবল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এরপর থেকে ট্রলারে থাকা সব জেলে নিখোঁজ হন।
পাঁচ দিন সাগরে ভেসে থাকার পর ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। পরে ১ আগস্ট কুয়াকাটা সৈকত থেকে নজরুল হাওলাদার নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়। সর্বশেষ আজ উদ্ধার হওয়া ইদ্রিসের মরদেহসহ এখন পর্যন্ত ১২ জনের খোঁজ মিলেছে। এখনও নিখোঁজ রয়েছেন ৩ জন জেলে।
এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, ‘ডিসি পার্ক সংলগ্ন সাগরে একটি ট্রলারসহ এক জেলের মরদেহ ভেসে আসার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। স্বজনদের মাধ্যমে মরদেহ শনাক্ত হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, উপকূলীয় অঞ্চলে প্রায়ই ট্রলারডুবি ও সামুদ্রিক দুর্ঘটনায় জেলে নিখোঁজ বা মৃত্যুবরণ করে থাকেন। এসব ঘটনা মৎস্যজীবীদের নিরাপত্তাব্যবস্থার ঘাটতির বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে।