কুয়াকাটায় রাখাইনদের খোঁজ নিলো এনসিপি

- আপডেটের সময় : ১২:০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / ৬৩৫
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল পটুয়াখালীর কুয়াকাটায় অবস্থিত রাখাইনপাড়াগুলো পরিদর্শন করেছে।
সোমবার সকাল ৮টায় কুয়াকাটার কালাচানপাড়ায় পৌঁছে প্রতিনিধিদলের সদস্যরা রাখাইনদের বর্তমান জীবনযাত্রা, সামাজিক অবস্থান, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণসহ নানা বিষয়ে সরেজমিনে আলোচনা করেন।
প্রতিনিধিদলে ছিলেন— এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ফারজানা দিনা, যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ মিরাজ মিয়া, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাওলানা সানাউল্লাহ খান, আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম ও হাসিব আর রহমান।
টিমটি কালাচানপাড়া, কেড়ানীপাড়াসহ আশপাশের বেশ কয়েকটি রাখাইনপাড়া ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় রাখাইনদের জীবনমান উন্নয়নে ভবিষ্যতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এনসিপি নেতৃবৃন্দ বলেন, ‘রাখাইন জনগোষ্ঠী বাংলাদেশের একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ অংশ। আমরা চাই, তারা যেন রাষ্ট্রের মূলস্রোতধারায় আরও দৃঢ়ভাবে সম্পৃক্ত হতে পারে। শিক্ষা, সংস্কৃতি, ও মানবাধিকারের প্রতিটি স্তরে রাখাইনদের অংশগ্রহণ বাড়াতে এনসিপি পাশে থাকবে।’
মতবিনিময় সভায় রাখাইন বুদ্ধিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি এমং তালুকদার, কালাচানপাড়ার মাতুব্বর অংকোছান, সিসিইউ ফেডারেশনের সভাপতি মংমিয়াচিং মাস্টার, রাখাইন ওয়েলফেয়ার এসোসিয়েশনের দপ্তর সম্পাদক মেথুসসহ রাখাইন তরুণ-তরুণীদের একটি প্রতিনিধিদল অংশ নেয়।