ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৯:৩১:১০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / ৭২৫

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা।

রোববার (১১ মে) সকাল থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে সমুদ্রবন্দর কুয়াকাটার বিভিন্ন বৌদ্ধ বিহারে, বিশেষ করে ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে।

শত শত রাখাইন নর-নারী নতুন পোশাক পরে প্রভাতেই ভিড় জমায় বিহারে। হাতে ফুল, ধূপ, প্রদীপ ও নানা ধর্মীয় উপকরণ নিয়ে তারা অংশ নেন পবিত্র পূজা-অর্চনায়। ধর্মীয় আচার-অনুষ্ঠান শুরু হয় বুদ্ধ পূজা দিয়ে। এরপর পালাক্রমে চলে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, সূত্র পাঠ, সূত্র শ্রবণ এবং সমবেত প্রার্থনা।

বৌদ্ধ ধর্মমতে, এই পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধিলাভ করেছিলেন এবং পরবর্তীতে মহাপরিনির্বাণ লাভ করেন। তাই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ত্রিবিধ তাৎপর্যপূর্ণ ও পবিত্র।

উৎসব উপলক্ষে বিহার প্রাঙ্গণকে ধর্মীয় প্রতীক ও আলোকসজ্জায় মনোমুগ্ধকরভাবে সাজানো হয়। ধর্মীয় আলোচনা, পিন্ড দান, আহার দান, বোধি বৃক্ষে জল অর্পণ, এবং বুদ্ধের জীবনীভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতায় উৎসবটি অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। উৎসবে অংশ নিতে শুধু কুয়াকাটা নয়, আশপাশের উপকূলীয় এলাকা ও দূর-দূরান্ত থেকেও ভক্তরা ভিড় করেন।

শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভিক্ষু ইন্দ্র বংশ বলেন, ‘বুদ্ধ পূর্ণিমা আমাদের কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। এই দিনে আমরা বুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষে মানুষে শান্তি, সহানুভূতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দিতে সচেষ্ট থাকি। প্রতিবছর উপকূলের রাখাইন জনগোষ্ঠীসহ বহু মানুষ এখানে আসে, প্রার্থনা করে এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়।’

এই ধর্মীয় উৎসব শুধু বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; স্থানীয় সাধারণ মানুষ ও পর্যটকরাও এতে অংশ নিয়ে বৌদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য সৌন্দর্য প্রত্যক্ষ করেন।



নিউজটি শেয়ার করুন








কুয়াকাটায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

আপডেটের সময় : ০৯:৩১:১০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা।

রোববার (১১ মে) সকাল থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে সমুদ্রবন্দর কুয়াকাটার বিভিন্ন বৌদ্ধ বিহারে, বিশেষ করে ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে।

শত শত রাখাইন নর-নারী নতুন পোশাক পরে প্রভাতেই ভিড় জমায় বিহারে। হাতে ফুল, ধূপ, প্রদীপ ও নানা ধর্মীয় উপকরণ নিয়ে তারা অংশ নেন পবিত্র পূজা-অর্চনায়। ধর্মীয় আচার-অনুষ্ঠান শুরু হয় বুদ্ধ পূজা দিয়ে। এরপর পালাক্রমে চলে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, সূত্র পাঠ, সূত্র শ্রবণ এবং সমবেত প্রার্থনা।

বৌদ্ধ ধর্মমতে, এই পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধিলাভ করেছিলেন এবং পরবর্তীতে মহাপরিনির্বাণ লাভ করেন। তাই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ত্রিবিধ তাৎপর্যপূর্ণ ও পবিত্র।

উৎসব উপলক্ষে বিহার প্রাঙ্গণকে ধর্মীয় প্রতীক ও আলোকসজ্জায় মনোমুগ্ধকরভাবে সাজানো হয়। ধর্মীয় আলোচনা, পিন্ড দান, আহার দান, বোধি বৃক্ষে জল অর্পণ, এবং বুদ্ধের জীবনীভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতায় উৎসবটি অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। উৎসবে অংশ নিতে শুধু কুয়াকাটা নয়, আশপাশের উপকূলীয় এলাকা ও দূর-দূরান্ত থেকেও ভক্তরা ভিড় করেন।

শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভিক্ষু ইন্দ্র বংশ বলেন, ‘বুদ্ধ পূর্ণিমা আমাদের কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। এই দিনে আমরা বুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষে মানুষে শান্তি, সহানুভূতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দিতে সচেষ্ট থাকি। প্রতিবছর উপকূলের রাখাইন জনগোষ্ঠীসহ বহু মানুষ এখানে আসে, প্রার্থনা করে এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়।’

এই ধর্মীয় উৎসব শুধু বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; স্থানীয় সাধারণ মানুষ ও পর্যটকরাও এতে অংশ নিয়ে বৌদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য সৌন্দর্য প্রত্যক্ষ করেন।