কলাপাড়ায় ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে চালক নিহত

- আপডেটের সময় : ০১:২৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- / ৭২৪
কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের প্যাদার হাট সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে চালক জাহাঙ্গীর হাওলাদার নিহত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় দিকে প্যাদার হাট বাজার এলাকা থেকে লোন্দা গ্রামের বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর কলাপাড়ার লোন্দা গ্রামের খালেক হাওলাদারের ছেলে।
নিহতের স্বজনরা জানায়, আজ সকালে জাহাঙ্গীর নিজের অটোরিকশা চালিয়ে প্যাদার হাট বাজার থেকে ফেয়ার প্রাইসের চাউল কিনে নিজ বাসায় ফিরছিলেন। এসময় হঠাৎ অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে তার মাথায় আঘাত লেগে জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সড়ক দূর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের স্বজনদের সাথে কথা বলে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম।