ঢাকা ১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে পায়রা রেস্টুরেন্ট’র ব্যতিক্রমী কর্মসূচি

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৮:৫২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / ৯০২
নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর কুয়াকাটায় জনপ্রিয় রেস্টুরেন্ট ‘পায়রা’ বন্ধ রেখে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদ জানানো হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী ডাকা হরতালের প্রতি সংহতি প্রকাশ করে কুয়াকাটার প্রাণকেন্দ্রে অবস্থিত এ রেস্টুরেন্টটি একদিনের জন্য সাময়িকভাবে বন্ধ রাখে কর্তৃপক্ষ।
কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক আব্দুল্লাহ আদেল বলেন, ‘পরিবার-পরিজন নিয়ে এখানে বেড়াতে এসেছি। এখানে এলে এই রেস্টুরেন্টে খাওয়া-দওয়া করি। তবে আজ এসে দেখি ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রেস্টুরেন্টটি বন্ধ রাখা হয়েছে। খেতে না পারলেও কর্তৃপক্ষের উদ্যোগটা হৃদয় ছুঁয়েছে।’
স্থানীয় ব্যবসায়ী সোহেল মাহমুদ বলেন, ‘পায়রা রেস্টুরেন্ট’র এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। এ ধরনের প্রতিবাদ বিশ্ববাসীর নজর কাড়ার পাশাপাশি মানুষকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে অনুপ্রাণিত করবে।’
পায়রা রেস্টুরেন্ট’র স্বত্বাধিকারী মো. রেজাউল করিম বলেন, ‘ফিলিস্তিনে নিরীহ মানুষের উপর যে বর্বরতা চলছে, তা সভ্য সমাজে কখনোই মেনে নেওয়া যায় না। মানবতার প্রতি দায়বদ্ধতা থেকে আমরা আজ আমাদের রেস্টুরেন্ট বন্ধ রেখেছি। এটি আমাদের ক্ষুদ্র প্রতিবাদ এবং নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে থাকার এক প্রতীকী উদ্যোগ।’
উল্লেখ্য, আগামীকাল (৮ এপ্রিল) থেকে পায়রা রেস্টুরেন্ট আবার স্বাভাবিকভাবে খোলা থাকবে এবং পর্যটকসহ স্থানীয় গ্রাহকদের যথারীতি সেবা প্রদান করা হবে।



নিউজটি শেয়ার করুন








কুয়াকাটায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে পায়রা রেস্টুরেন্ট’র ব্যতিক্রমী কর্মসূচি

আপডেটের সময় : ০৮:৫২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর কুয়াকাটায় জনপ্রিয় রেস্টুরেন্ট ‘পায়রা’ বন্ধ রেখে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদ জানানো হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী ডাকা হরতালের প্রতি সংহতি প্রকাশ করে কুয়াকাটার প্রাণকেন্দ্রে অবস্থিত এ রেস্টুরেন্টটি একদিনের জন্য সাময়িকভাবে বন্ধ রাখে কর্তৃপক্ষ।
কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক আব্দুল্লাহ আদেল বলেন, ‘পরিবার-পরিজন নিয়ে এখানে বেড়াতে এসেছি। এখানে এলে এই রেস্টুরেন্টে খাওয়া-দওয়া করি। তবে আজ এসে দেখি ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রেস্টুরেন্টটি বন্ধ রাখা হয়েছে। খেতে না পারলেও কর্তৃপক্ষের উদ্যোগটা হৃদয় ছুঁয়েছে।’
স্থানীয় ব্যবসায়ী সোহেল মাহমুদ বলেন, ‘পায়রা রেস্টুরেন্ট’র এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। এ ধরনের প্রতিবাদ বিশ্ববাসীর নজর কাড়ার পাশাপাশি মানুষকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে অনুপ্রাণিত করবে।’
পায়রা রেস্টুরেন্ট’র স্বত্বাধিকারী মো. রেজাউল করিম বলেন, ‘ফিলিস্তিনে নিরীহ মানুষের উপর যে বর্বরতা চলছে, তা সভ্য সমাজে কখনোই মেনে নেওয়া যায় না। মানবতার প্রতি দায়বদ্ধতা থেকে আমরা আজ আমাদের রেস্টুরেন্ট বন্ধ রেখেছি। এটি আমাদের ক্ষুদ্র প্রতিবাদ এবং নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে থাকার এক প্রতীকী উদ্যোগ।’
উল্লেখ্য, আগামীকাল (৮ এপ্রিল) থেকে পায়রা রেস্টুরেন্ট আবার স্বাভাবিকভাবে খোলা থাকবে এবং পর্যটকসহ স্থানীয় গ্রাহকদের যথারীতি সেবা প্রদান করা হবে।