ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটায় হোটেলের ভাড়া না দিয়ে পলায়ন, খোঁজ পেতে পুরস্কার ঘোষণা

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৫:২২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / ৭৮৮

কুয়াকাটা প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটায় স্বামী-স্ত্রী পরিচয়ে একটি আবাসিক হোটেলের কক্ষ ভাড়া নিয়েছিলেন শরীয়তপুরের সোহান-আফসানা দম্পতি। তবে গতকাল (বুধবার) দুপুরে ওই হোটেলের ভাড়া পরিশোধ না করেই রুমের মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

হোটেল সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারি শরীয়তপুর জেলার সদর উপজেলার মনোহর বাজারের উত্তর মধ্যপাড়া এলাকার বাসিন্দা মো. ইদ্রিস আলীর ছেলে ইমাম হাসান সোহান ও তার দেওয়া পরিচয় অনুযায়ী স্ত্রী আফসানা বিথী কুয়াকাটার হোটেল রাজমহলের একটি কক্ষ ভাড়া নেন। শুরুতে নিয়মিত ভাড়া দিলেও কয়েকদিন পর থেকে ভাড়া নিয়ে গড়িমসি শুরু করেন। হোটেল রিসেপশনিস্ট মোহাম্মদ শামীম তাদের আচরণে সন্দেহ করে বকেয়া ভাড়ার জন্য চাপ দিলে সুযোগ বুঝে তারা রুমের মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যান। ইতোমধ্যে হোটেল রাজমহল কর্তৃপক্ষ এই দম্পতির খোঁজ পেতে পুরস্কার ঘোষণা করেছেন।

কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। অনেক ভালো পর্যটকের মাঝে কিছু দুষ্কৃতকারী তাদের এলাকার সুনাম নষ্ট করে পালিয়ে যায়। এই ধরণের ঘটনা হোটেল ম্যানেজমেন্ট ও স্টাফদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমরা এই দম্পতিকে সনাক্ত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’

মহিপুর থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম ধ্রুববাণীকে বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আমরা প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করবো।’



নিউজটি শেয়ার করুন



কুয়াকাটায় হোটেলের ভাড়া না দিয়ে পলায়ন, খোঁজ পেতে পুরস্কার ঘোষণা

আপডেটের সময় : ০৫:২২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

কুয়াকাটা প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটায় স্বামী-স্ত্রী পরিচয়ে একটি আবাসিক হোটেলের কক্ষ ভাড়া নিয়েছিলেন শরীয়তপুরের সোহান-আফসানা দম্পতি। তবে গতকাল (বুধবার) দুপুরে ওই হোটেলের ভাড়া পরিশোধ না করেই রুমের মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

হোটেল সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারি শরীয়তপুর জেলার সদর উপজেলার মনোহর বাজারের উত্তর মধ্যপাড়া এলাকার বাসিন্দা মো. ইদ্রিস আলীর ছেলে ইমাম হাসান সোহান ও তার দেওয়া পরিচয় অনুযায়ী স্ত্রী আফসানা বিথী কুয়াকাটার হোটেল রাজমহলের একটি কক্ষ ভাড়া নেন। শুরুতে নিয়মিত ভাড়া দিলেও কয়েকদিন পর থেকে ভাড়া নিয়ে গড়িমসি শুরু করেন। হোটেল রিসেপশনিস্ট মোহাম্মদ শামীম তাদের আচরণে সন্দেহ করে বকেয়া ভাড়ার জন্য চাপ দিলে সুযোগ বুঝে তারা রুমের মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যান। ইতোমধ্যে হোটেল রাজমহল কর্তৃপক্ষ এই দম্পতির খোঁজ পেতে পুরস্কার ঘোষণা করেছেন।

কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। অনেক ভালো পর্যটকের মাঝে কিছু দুষ্কৃতকারী তাদের এলাকার সুনাম নষ্ট করে পালিয়ে যায়। এই ধরণের ঘটনা হোটেল ম্যানেজমেন্ট ও স্টাফদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমরা এই দম্পতিকে সনাক্ত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’

মহিপুর থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম ধ্রুববাণীকে বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আমরা প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করবো।’