নাটোরে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

- আপডেটের সময় : ১১:৪৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
- / ৭৩২
নিজস্ব প্রতিবেদক : নাটোরের লালপুরে অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা সহ মামলা দায়ের করেছে বিএসটিআই।
১২ নভেম্বর (মঙ্গলবার) নাটোর জেলার লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই হতে মান যাচাই ব্যাতিত ও লেবেলবিহীন ভাবে ফার্মেন্টেড মিল্ক (মিষ্টি দই) উৎপাদন ও বিক্রয়-বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় লালপুর থানা রোডের জিহাদ দইঘরকে ১০ হাজার টাকা ও লোকনাথ হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অস্বাস্থ্যকরভাবে মরিচের গুড়া ও সরিষার তেল উৎপাদন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ঈশ্বরদী রোডের মিজান ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা সহ আনুমানিক ১৬০ কেজি মরিচের গুড়া জব্দ করে ধবংস করা হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালপুর সহকারী কমিশনার (ভুমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিমুল আক্তার।
এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।
জনস্বার্থে বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।