কুয়াকাটা সৈকতে ফের ভেসে এলো বিশাল আকৃতির মৃত ডলফিন

নিউজ রুম
- আপডেটের সময় : ০৪:০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
- / ৬২২
মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি : মহিপুর থানাধীন কুয়াকাটা সৈকতে ফের বিশাল আকৃতির একটি মৃত ডলফিন ভেসে এসেছে।
জিরো পয়েন্ট থেকে প্রায় চার কিলোমিটার পূর্ব দিকে আজ বৃহস্পতিবার সকালে মৃত ডলফিনটি স্থানীয় জেলেরা দেখতে পায়।
কলাপাড়ার ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, মৃত ডলফিনের বিষয়টি বনবিভাগকে অবহিত করা হয়েছে।
ওয়ার্ল্ড ফিশ ইকো ফিশ ২ প্রকল্পের সহকারী গবেষক সাগরিকা স্মৃতি জানান, এ বছর কুয়াকাটা সৈকতে বিভিন্ন প্রজাতির ১৬ টি মৃত ডলফিন ভেসে এসেছে। যার মধ্যে শুধু আগস্ট মাসে ৯ টি মৃত ডলফিন ভেসে আসে।