কুয়াকাটায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে জরিমানা

নিউজ রুম
- আপডেটের সময় : ০৩:৫৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
- / ৭৮৪
মাহতাব হোসেন, মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুর থানাধীন কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ৪টি মাছ ধরার ট্রলারসহ ১৬ জেলেকে আটক করে জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল (শুক্রবার) রাতে বঙ্গোপসাগরের চর বিজয় এলাকায় অভিযান চালিয়ে কুয়াকাটা নৌ-পুলিশ তাদেরকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে ১ মন সামুদ্রিক মাছ ও ১ লাখ মিটার ঘঁন ফাসের জাল জব্দ করা হয়। পরে রাত ১১ টার দিকে ট্রলার মালিক আসাদুলের কাছ থেকে ২০ হাজার, মোশারেফের কাছ থেকে ২০ হাজার, আলামিনের কাছ থেকে ২০ হাজার ও হানিফের কাছ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা।
পরে আটকৃত জেলেদের কাছ থেকে মুচলেখা রেখে ছেড়ে দেয়া হয় এবং ট্রলার ও জাল নিষেধাজ্ঞাকালীন সময় পর্যন্ত জব্দ করে রাখা হয়।