ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজৈরে বন্ধকী টাকা ফেরৎ না নিয়ে উল্টো জানে মেরে ফেলার হুমকি!

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৪:৫৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
  • / ৬৮৭

শহীদুল আলম, মাদারীপুরঃ বাড়ীর বন্ধকী টাকা ফেরত দিতে গেলে, টাকা না নিয়ে বরং উল্টো জানে মেরে ফেলার হুমকি দিয়েছে ঋণ দাতা পান্নু শেখ। মাদারীপুর জেলার রাজৈর উপজেলাধীন টেকেরহাট গুচ্ছগ্রাম বাসিন্দা মমতাজ বেগম (৬৫)। অনেক আগেই তার স্বামী মারা গেছে। বাড়ির (মৌজা নং ১২৯, দাগ নং ৫০১)  ৬.৭৫ শতাংশ জমি ছাড়া অণ্য কোথাও আর কোন জায়গা জমি নেই। দুই ছেলে দিন মজুরের কাজ করে।

মমতাজ বেগম ধ্রুববাণী রিপোর্টারকে বলেন, আমি আনুমানিক ৪ বছর পূর্বে আমি যে কোন একটা সমস্যার সম্মুখীন হই সেখানে আমার কিছু নগত টাকার প্রয়োজন পরে, কিন্ত আমি কোথাও টাকা যোগার করতে না পেরে মহা বিপদে পরে যাই। তাই উপায়ান্ত না পেয়ে উত্তর বদরপাশা নিবাসী নেহা কটার  ছেলে পান্নু শেখ (৬০) এর নিকট হইতে আমার বাড়ির ৬.৭৫ শতাংশ জমি বন্ধক দিয়া ২,৭০,০০০(দুই লক্ষ সত্তর হাজার) টাকা গ্রহন করি। বাড়ি ভোগ দখলে আমি থাকবো বিধায় পান্নু শেখ আমার নিকট হইতে নন জুডিশিয়াল ষ্টাম্পে আমার সই নেন এবং আমাকে টাকা প্রদান করেন। কথা থাকে আমি যখন টাকা দিতে পারবো তখনই সে (পান্নু শেখ) আমাকে আমার সই করা ষ্টাম্প ফেরৎ দিয়ে দিবে। বেশ কিছুদিন পূর্বে আমি অনেক কষ্ট করে টাকা যোগার করে পান্নু শেখের বাড়িতে যাই টাকা ফেরৎ দেয়ার জন্য, তখন সে টাকা ফেরত না নিয়ে বরং আমাকে গালি গালাজ করে ও আমার ছেলেদের জানে মেরে ফেলার হুমকি দেয়। ঘটনাটি আমি এলাকার গন্যমান্য ব্যক্তিদের অভিহিত করি। গত ১৮ মে রাত আনুমানিক ৯ ঘটিকার সময় পান্নু শেখ ৬০, চুন্নু শেখ ৬৫, নান্নু শেখ ৫৫ সহ আরো ৪/৫ জন মিলে আমার বাড়িতে এসে আমার বসতি ঘর ভেঙ্গে চুরমার করে দেয়। আমরা বাধা প্রদান করলে তারা আমাদের গালি গালাজ ও মারপিট করে এবং আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলে। আমার ঘর ভেঙ্গে দেয়ায় আমার প্রায় ৪০/৫০ হাজার টাকার ক্ষতি সাধন হয়।
প্রতক্ষদর্শী দের নিকট হইতে ঘটনার সত্যতা প্রমান পাওয়া গেছে। পরের দিন সকালে মমতাজ বেগম রাজৈর থানায় ৪/৫ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।
বর্তমানে মমতাজ বেগমের পরিবার ভয় ও আতংকের মধ্যে বসবাস করছে।
রাজৈর থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি। দুই এক দিনের মধ্যেই আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।



নিউজটি শেয়ার করুন








রাজৈরে বন্ধকী টাকা ফেরৎ না নিয়ে উল্টো জানে মেরে ফেলার হুমকি!

আপডেটের সময় : ০৪:৫৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩

শহীদুল আলম, মাদারীপুরঃ বাড়ীর বন্ধকী টাকা ফেরত দিতে গেলে, টাকা না নিয়ে বরং উল্টো জানে মেরে ফেলার হুমকি দিয়েছে ঋণ দাতা পান্নু শেখ। মাদারীপুর জেলার রাজৈর উপজেলাধীন টেকেরহাট গুচ্ছগ্রাম বাসিন্দা মমতাজ বেগম (৬৫)। অনেক আগেই তার স্বামী মারা গেছে। বাড়ির (মৌজা নং ১২৯, দাগ নং ৫০১)  ৬.৭৫ শতাংশ জমি ছাড়া অণ্য কোথাও আর কোন জায়গা জমি নেই। দুই ছেলে দিন মজুরের কাজ করে।

মমতাজ বেগম ধ্রুববাণী রিপোর্টারকে বলেন, আমি আনুমানিক ৪ বছর পূর্বে আমি যে কোন একটা সমস্যার সম্মুখীন হই সেখানে আমার কিছু নগত টাকার প্রয়োজন পরে, কিন্ত আমি কোথাও টাকা যোগার করতে না পেরে মহা বিপদে পরে যাই। তাই উপায়ান্ত না পেয়ে উত্তর বদরপাশা নিবাসী নেহা কটার  ছেলে পান্নু শেখ (৬০) এর নিকট হইতে আমার বাড়ির ৬.৭৫ শতাংশ জমি বন্ধক দিয়া ২,৭০,০০০(দুই লক্ষ সত্তর হাজার) টাকা গ্রহন করি। বাড়ি ভোগ দখলে আমি থাকবো বিধায় পান্নু শেখ আমার নিকট হইতে নন জুডিশিয়াল ষ্টাম্পে আমার সই নেন এবং আমাকে টাকা প্রদান করেন। কথা থাকে আমি যখন টাকা দিতে পারবো তখনই সে (পান্নু শেখ) আমাকে আমার সই করা ষ্টাম্প ফেরৎ দিয়ে দিবে। বেশ কিছুদিন পূর্বে আমি অনেক কষ্ট করে টাকা যোগার করে পান্নু শেখের বাড়িতে যাই টাকা ফেরৎ দেয়ার জন্য, তখন সে টাকা ফেরত না নিয়ে বরং আমাকে গালি গালাজ করে ও আমার ছেলেদের জানে মেরে ফেলার হুমকি দেয়। ঘটনাটি আমি এলাকার গন্যমান্য ব্যক্তিদের অভিহিত করি। গত ১৮ মে রাত আনুমানিক ৯ ঘটিকার সময় পান্নু শেখ ৬০, চুন্নু শেখ ৬৫, নান্নু শেখ ৫৫ সহ আরো ৪/৫ জন মিলে আমার বাড়িতে এসে আমার বসতি ঘর ভেঙ্গে চুরমার করে দেয়। আমরা বাধা প্রদান করলে তারা আমাদের গালি গালাজ ও মারপিট করে এবং আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলে। আমার ঘর ভেঙ্গে দেয়ায় আমার প্রায় ৪০/৫০ হাজার টাকার ক্ষতি সাধন হয়।
প্রতক্ষদর্শী দের নিকট হইতে ঘটনার সত্যতা প্রমান পাওয়া গেছে। পরের দিন সকালে মমতাজ বেগম রাজৈর থানায় ৪/৫ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।
বর্তমানে মমতাজ বেগমের পরিবার ভয় ও আতংকের মধ্যে বসবাস করছে।
রাজৈর থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি। দুই এক দিনের মধ্যেই আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।