ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কলাপাড়ার অ্যাসিল্যান্ডকে ছুরিকাঘাত, টেরা রাসেলের ২ দিনের রিমান্ড

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৩:৩৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
  • / ৭৩০

মোঃ সাইমুন ইসলামঃ সাভারে ছিনতাইকারির ছুরিকাঘাতে পটুয়াখালির কলাপাড়ার অ্যাসিল্যান্ড আবু বকর সিদ্দিক আহতের ঘটনায় টেরা রাসেলকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে চিফ জুডিশিয়াল আদালত।

টেরা রাসেল (৩৫) চাঁদপুর জেলার হাজিগঞ্জের মৃত আলী আকবর ছেলে আশুলিয়ার ইসলামপুর ভাড়া থেকে একটি ছিনতাই চক্র গড়ে তোলে দীর্ঘ দিন ধরে।

এর আগে বুধবার (১৬ নভেম্বর) দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে টেরা রাসেলকে আদালতে পাঠানো হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

কোট পুলিশ জানায়, বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া আক্তারের আদালেতে তোলা হয়। এসময় শুনানী শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া আক্তার তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোট পুলিশের পরিদর্শক মতিউর রহমান বলেন, দুপুরে সাভার মডেল থানা রাসেলকে আদালতে পাঠায়। বিকেলে তাকে আদালতে তোলা হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

প্রসঙ্গত, গত ২২ অক্টোবর ৪৯ দিনের ল্যান্ড সার্ভে ও সেটেলমেন্ট বিষয়ক প্রশিক্ষন নিতে সাভারে আসেন কলাপাড়ার এসিল্যান্ড আবু বকর সিদ্দিক। সোমবার ১৪ নভেম্বর বিকালে তার অসুস্থ মাকে দেখার জন্য রাজধানীর মিরপুরে যান তিনি।

সেখান থেকে রাতেই সাভারে ফিরে আসেন। রাতে সাভারের সিএন্ডবি এলাকায় বাস থেকে নামার পর ছিনতাইকারীর কবলে পরেন তিনি। এসময় ছিনতাইকারির ছুরিকাঘাতে আহত হলে পুলিশ উদ্ধার করে এনাম হাসপাতালে ভর্তি করেন।



নিউজটি শেয়ার করুন








কলাপাড়ার অ্যাসিল্যান্ডকে ছুরিকাঘাত, টেরা রাসেলের ২ দিনের রিমান্ড

আপডেটের সময় : ০৩:৩৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২

মোঃ সাইমুন ইসলামঃ সাভারে ছিনতাইকারির ছুরিকাঘাতে পটুয়াখালির কলাপাড়ার অ্যাসিল্যান্ড আবু বকর সিদ্দিক আহতের ঘটনায় টেরা রাসেলকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে চিফ জুডিশিয়াল আদালত।

টেরা রাসেল (৩৫) চাঁদপুর জেলার হাজিগঞ্জের মৃত আলী আকবর ছেলে আশুলিয়ার ইসলামপুর ভাড়া থেকে একটি ছিনতাই চক্র গড়ে তোলে দীর্ঘ দিন ধরে।

এর আগে বুধবার (১৬ নভেম্বর) দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে টেরা রাসেলকে আদালতে পাঠানো হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

কোট পুলিশ জানায়, বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া আক্তারের আদালেতে তোলা হয়। এসময় শুনানী শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া আক্তার তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোট পুলিশের পরিদর্শক মতিউর রহমান বলেন, দুপুরে সাভার মডেল থানা রাসেলকে আদালতে পাঠায়। বিকেলে তাকে আদালতে তোলা হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

প্রসঙ্গত, গত ২২ অক্টোবর ৪৯ দিনের ল্যান্ড সার্ভে ও সেটেলমেন্ট বিষয়ক প্রশিক্ষন নিতে সাভারে আসেন কলাপাড়ার এসিল্যান্ড আবু বকর সিদ্দিক। সোমবার ১৪ নভেম্বর বিকালে তার অসুস্থ মাকে দেখার জন্য রাজধানীর মিরপুরে যান তিনি।

সেখান থেকে রাতেই সাভারে ফিরে আসেন। রাতে সাভারের সিএন্ডবি এলাকায় বাস থেকে নামার পর ছিনতাইকারীর কবলে পরেন তিনি। এসময় ছিনতাইকারির ছুরিকাঘাতে আহত হলে পুলিশ উদ্ধার করে এনাম হাসপাতালে ভর্তি করেন।