ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় আলোচিত নিখোঁজ রহিমা বেগমকে জীবিত উদ্ধার করেছে পুলিশ

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৬:২৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
  • / ৭৪২

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা এলাকা থেকে নিখোঁজ রহিমা বেগমকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১ টায় তাকে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সৈয়দপুর গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়।

রহিমা খাতুনের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা পুলিশের উপ কমিশনার উত্তর মোল্লা জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে তিনি ফরিদপুর বোয়ালমারী উপজেলার সৈয়দপুর গ্রামে সেচ্ছায় আত্মগোপনে ছিলেন। এমন সংবাদের ভিত্তিতে এডিসি দৌলতপুরের নেতৃত্বে থানার ওসিসহ কয়েকজন পুলিশ অভিযানে যান। সেখানে গিয়ে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, রাহিমা খাতুন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সৈয়দপুর গ্রামের জনৈক কুদ্দুস মোল্লার বাড়িতে ছিলেন। কুদ্দুস মোল্লা সোনালী জুট মিলে চাকরীরত অবস্থায় রহিমা খাতুনের মহেশ্বরপাশার বাড়িতে ভাড়া ছিলেন। তিনি বর্তমানে অসুস্থ। রহিমা খাতুনকে নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। পরে মিডিয়ার মাধ্যমে সব কিছু জানানো হবে।



নিউজটি শেয়ার করুন








খুলনায় আলোচিত নিখোঁজ রহিমা বেগমকে জীবিত উদ্ধার করেছে পুলিশ

আপডেটের সময় : ০৬:২৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা এলাকা থেকে নিখোঁজ রহিমা বেগমকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১ টায় তাকে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সৈয়দপুর গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়।

রহিমা খাতুনের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা পুলিশের উপ কমিশনার উত্তর মোল্লা জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে তিনি ফরিদপুর বোয়ালমারী উপজেলার সৈয়দপুর গ্রামে সেচ্ছায় আত্মগোপনে ছিলেন। এমন সংবাদের ভিত্তিতে এডিসি দৌলতপুরের নেতৃত্বে থানার ওসিসহ কয়েকজন পুলিশ অভিযানে যান। সেখানে গিয়ে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, রাহিমা খাতুন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সৈয়দপুর গ্রামের জনৈক কুদ্দুস মোল্লার বাড়িতে ছিলেন। কুদ্দুস মোল্লা সোনালী জুট মিলে চাকরীরত অবস্থায় রহিমা খাতুনের মহেশ্বরপাশার বাড়িতে ভাড়া ছিলেন। তিনি বর্তমানে অসুস্থ। রহিমা খাতুনকে নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। পরে মিডিয়ার মাধ্যমে সব কিছু জানানো হবে।