তেঁতুলিয়ায় ৫ বোতল ভারতীয় মদ উদ্ধার, মাদক ব্যবসায়ী পলাতক

- আপডেটের সময় : ১২:৪৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / ৬৬৫
মোঃ সইনুল রহমান আকাশ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া মডেল থানা পুলিশ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে শামীম হোসেন (৩৪) নামের এক মাদক কারবারির বাড়ি থেকে ৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ।
শনিবার (৩ সেপ্টেম্বর) গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ৫ বোতল ভারতীয় মদ পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের কানকাটা গ্রামে ওই মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, শনিবার রাত প্রায় ১২টার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি উপজেলার সদর ইউনিয়নের কানকাটা গ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রি করছেন। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
পরে অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ চৌধুরীর নির্দেশনায় এসআই দীনবন্ধু রায়ের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বাড়িতে গিয়ে পৌছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে শামীম পালিয়ে যায়। পরে তার বাড়িতে তল্লাসী চালিয়ে রান্না ঘর স্টারলিং রিজার্ভ বি সেভেন ৭৫০ এমএল ভারতীয় ৫ বোতল মদ উদ্ধার করে জব্দ করা হয়।
রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে উদ্ধারের নিশ্চিত করে মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী বলেন, শামীম হোসেন এ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদকব্যবসায়ী শামীম হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর ৩৬ (১) এর ২৪ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।