ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আটোয়ারীতে হনুমান পয়সার মাধ্যমে প্রতারনা করে অর্থ আত্মসাতের অভিযোগে আটক-২

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৬:১০:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৬৬

মোঃ সইনুল রহমান আকাশ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে হনুমান পয়সা দিয়ে প্রতারনামূলকভাবে অর্থ আত্মসাতের অভিযোগে দুই জনকে আটক করেছে বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্র।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) বিকালে ওই প্রতারক টিমের মূল হোতা সহ দুই সদস্যকে আটক করেছে বারঘাটি (তদন্ত) কেন্দ্র পুলিশ।

আটককৃতরা হলেন, আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের দারখোর ডুংডুংগি গ্রামের প্রতারক টিমের মূল হোতা মোঃকলিম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২২) ও প্বার্শবর্তী ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার মধুপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে আবু সাইদ (৩৫)কে আটক করেন বারঘাটি (তদন্ত )কেন্দ্রের এসআই মাসুদ রানা ও সঙ্গীয় অফিসার ফোস।

আসামীদ্বয়ের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত এক পৃষ্ঠে EAST INDIA COMPANY TWO ANNA 1818 লেখা ও অপর পৃষ্ঠে হনুমান এর ছবি অঙ্কিত একটি তামার মুদ্রা এবং প্রতারণাপূর্বক গ্রহণকৃত ৬০,০০০/- টাকার মধ্যে নগদ ১৬,০০০/- টাকা উদ্ধারপূর্বক জব্দ করেন ।

সূত্রে জানা যায়, গত এক মাস পূর্বে তোড়িয়ার সাইফুলের কাছে রুহিয়ার থানার মধুপুর গ্রামের গোপাল সরকারের,ছেলে অতুল সরকার (২৩) ৬০ হাজার টাকার মধ্যে নগদ ৪৫ হাজার টাকার বিনিময়ে একটি হনুমান পয়সা ক্রয় করে।

অপর দিকে অতুলের দেখাদেখি রুহিয়ার বিনয় কুমার আবু সাউদের মাধ্যমে একটি হনুমান পয়সা নেওয়ার জন্য সাইফুলকে ৭০ হাজার টাকা দেয়।

অনেক দিন ধরে হনুমান পয়সা না পেয়ে বিনয় বার বার সাইফুলের সাথে যোগাযোগ করে কিন্তু কথা বলা সম্ভব হয়নি। পরে অতুল ও বিনয় বিষয় প্রতারনা বুঝতে পারলে সাইফুলকে বারঘাটি বাজারে দেখা করতে আসে।

সেখানে পাওনা টাকা ও ভুয়া হনুমান পয়সা বিক্রির বিষয়ে জানতে চাইলে সাইফুল দৌড়ে পালাতে চেষ্টা করে। পরে বড়দরমপাড়া গ্রামে সাইফুল পলায়ন করে গ্রাম বাসী তাকে বের করে দেয়।

এই বিষয়ে প্রতারণার শিকার অতুল সরকার বাদী হয়ে আজ শনিবার ( ০৩ সেপ্টেম্বর)আটোয়ারী থানায় একটি লিখিত এজাহার দায়ের করলে আটোয়ারী থানা অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা আটককৃত প্রতারকদের বিরুদ্ধে প্রতারনার মামলা রুজু করে তাদেরকে জেল হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।



নিউজটি শেয়ার করুন








আটোয়ারীতে হনুমান পয়সার মাধ্যমে প্রতারনা করে অর্থ আত্মসাতের অভিযোগে আটক-২

আপডেটের সময় : ০৬:১০:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২

মোঃ সইনুল রহমান আকাশ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে হনুমান পয়সা দিয়ে প্রতারনামূলকভাবে অর্থ আত্মসাতের অভিযোগে দুই জনকে আটক করেছে বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্র।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) বিকালে ওই প্রতারক টিমের মূল হোতা সহ দুই সদস্যকে আটক করেছে বারঘাটি (তদন্ত) কেন্দ্র পুলিশ।

আটককৃতরা হলেন, আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের দারখোর ডুংডুংগি গ্রামের প্রতারক টিমের মূল হোতা মোঃকলিম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২২) ও প্বার্শবর্তী ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার মধুপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে আবু সাইদ (৩৫)কে আটক করেন বারঘাটি (তদন্ত )কেন্দ্রের এসআই মাসুদ রানা ও সঙ্গীয় অফিসার ফোস।

আসামীদ্বয়ের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত এক পৃষ্ঠে EAST INDIA COMPANY TWO ANNA 1818 লেখা ও অপর পৃষ্ঠে হনুমান এর ছবি অঙ্কিত একটি তামার মুদ্রা এবং প্রতারণাপূর্বক গ্রহণকৃত ৬০,০০০/- টাকার মধ্যে নগদ ১৬,০০০/- টাকা উদ্ধারপূর্বক জব্দ করেন ।

সূত্রে জানা যায়, গত এক মাস পূর্বে তোড়িয়ার সাইফুলের কাছে রুহিয়ার থানার মধুপুর গ্রামের গোপাল সরকারের,ছেলে অতুল সরকার (২৩) ৬০ হাজার টাকার মধ্যে নগদ ৪৫ হাজার টাকার বিনিময়ে একটি হনুমান পয়সা ক্রয় করে।

অপর দিকে অতুলের দেখাদেখি রুহিয়ার বিনয় কুমার আবু সাউদের মাধ্যমে একটি হনুমান পয়সা নেওয়ার জন্য সাইফুলকে ৭০ হাজার টাকা দেয়।

অনেক দিন ধরে হনুমান পয়সা না পেয়ে বিনয় বার বার সাইফুলের সাথে যোগাযোগ করে কিন্তু কথা বলা সম্ভব হয়নি। পরে অতুল ও বিনয় বিষয় প্রতারনা বুঝতে পারলে সাইফুলকে বারঘাটি বাজারে দেখা করতে আসে।

সেখানে পাওনা টাকা ও ভুয়া হনুমান পয়সা বিক্রির বিষয়ে জানতে চাইলে সাইফুল দৌড়ে পালাতে চেষ্টা করে। পরে বড়দরমপাড়া গ্রামে সাইফুল পলায়ন করে গ্রাম বাসী তাকে বের করে দেয়।

এই বিষয়ে প্রতারণার শিকার অতুল সরকার বাদী হয়ে আজ শনিবার ( ০৩ সেপ্টেম্বর)আটোয়ারী থানায় একটি লিখিত এজাহার দায়ের করলে আটোয়ারী থানা অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা আটককৃত প্রতারকদের বিরুদ্ধে প্রতারনার মামলা রুজু করে তাদেরকে জেল হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।