ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় কারাগারে তিন সন্তানের জনক

নিউজ রুম
  • আপডেটের সময় : ১১:২২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
  • / ৬২৮

অনলাইন ডেস্কঃ নোয়াখালীল চাটখিলে ৯ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে তিন সন্তানের জনক মোঃ লিটন প্রকাশ চান মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার মোঃ লিটন ওরফে চান মিয়া উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের দেওয়ান বাড়ির আবু ছিদ্দিকের ছেলে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, শনিবার (১৭ জুলাই) রাত ১২টার দিকে চাটখিল খিলপাড়া তদন্ত কেন্দ্রের একদল পুলিশ উপজেলার কালিকাপুর গ্রাম থেকে লিটনকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে অভিযোগ, শুক্রবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা চালায়।

ভুক্তভোগীর পরিবার জানায়, ওই স্কুলছাত্রী নানার বাড়িতে থেকে লেখা পড়া করছে। তাকে বিভিন্ন সময় একই বাড়ির তিন সন্তানের জনক চান মিয়া কু-প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। এতে সে রাজি না হওয়ায় গত শুক্রবার রাত ১১টার দিকে বাথরুমে যাওয়ার জন্য ঘরের বাহিরে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা চান মিয়া তাকে জাপটে ধরে শ্লীলতাহানি করে ধর্ষণের চেষ্টা চালায়।

এ সময় স্কুলছাত্রীর চিৎকারে বাড়ির লোকজন ছুটে এলে চান মিয়া পালিয়ে যায়। পরে সে বিষয়টি সবাইকে অবহিত করে। এ ঘটনায় শনিবার রাতে স্কুলছাত্রীর নানি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।

সূত্রঃ jagonews24.com



নিউজটি শেয়ার করুন








স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় কারাগারে তিন সন্তানের জনক

আপডেটের সময় : ১১:২২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১

অনলাইন ডেস্কঃ নোয়াখালীল চাটখিলে ৯ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে তিন সন্তানের জনক মোঃ লিটন প্রকাশ চান মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার মোঃ লিটন ওরফে চান মিয়া উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের দেওয়ান বাড়ির আবু ছিদ্দিকের ছেলে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, শনিবার (১৭ জুলাই) রাত ১২টার দিকে চাটখিল খিলপাড়া তদন্ত কেন্দ্রের একদল পুলিশ উপজেলার কালিকাপুর গ্রাম থেকে লিটনকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে অভিযোগ, শুক্রবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা চালায়।

ভুক্তভোগীর পরিবার জানায়, ওই স্কুলছাত্রী নানার বাড়িতে থেকে লেখা পড়া করছে। তাকে বিভিন্ন সময় একই বাড়ির তিন সন্তানের জনক চান মিয়া কু-প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। এতে সে রাজি না হওয়ায় গত শুক্রবার রাত ১১টার দিকে বাথরুমে যাওয়ার জন্য ঘরের বাহিরে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা চান মিয়া তাকে জাপটে ধরে শ্লীলতাহানি করে ধর্ষণের চেষ্টা চালায়।

এ সময় স্কুলছাত্রীর চিৎকারে বাড়ির লোকজন ছুটে এলে চান মিয়া পালিয়ে যায়। পরে সে বিষয়টি সবাইকে অবহিত করে। এ ঘটনায় শনিবার রাতে স্কুলছাত্রীর নানি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।

সূত্রঃ jagonews24.com