সৃষ্টি হচ্ছে একটি হতাশ প্রজন্ম!

- আপডেটের সময় : ০৩:০০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
- / ৭৭০
সৃষ্টি হচ্ছে একটি হতাশ প্রজন্ম। তারা দেখতে পাচ্ছে কোথাও কোনো ভর্তি পরীক্ষা নেই। কেটে যাচ্ছে মূল্যবান দেড়টি বছর। অনার্সে বা অন্য কোথাও ভর্তি হয়েছে, তো ক্লাস নেই। কেটে যাচ্ছে কুঁড়েমির আঠারো মাস। যথাসময়ে প্রমোশন নেই। নিয়োগ নেই, চাকরি নেই, ইন্টারভ্যু নেই। সবাই সব কাজ করতেও পারেনা। গাড়ি থেকে বস্তা নামিয়ে দু’পয়সা ইনকাম করে যেই লেবার বিশ্বাস করুন, তাদের ঘরে চুলায় ভাত চড়েনা। কাজ নেই তাই টাকাও নেই। ভিক্ষা করার উপায় খুঁজছে অনেক স্বাতন্ত্র্য বজায় রাখা লোক। অনেকে পা বাড়াচ্ছে নষ্ট পথে। সোমত্ত পুরুষ, বাড়ন্ত কিশোর তরুণ, যুবকদের পকেট খরচ চাই। দৈনিক ধান্ধায় দিনাতিপাত করা সাধারণ মানুষ কোথায় পাবে প্রতিদিন পকেট খরচ দেওয়ার টাকা? পুকুরপাড়ে চুপচাপ বসে থাকা যুবকটি আজ হতাশ, ঘরে বসে থাকা ছাত্রটি আজ হতাশ, বিয়ের জন্য প্রহরগোনা পাত্রীটি আজ হতাশ। এম এ পাশ করা বেকার যুবকটির খবর আমরা রাখছি কই? আজ হতাশার অনিশ্চিত ভবিষ্যৎ লোপ করে দিচ্ছে আমাদের কর্তব্যবোধ। এই প্রজন্মকে, এই জাতিকে হতাশা থেকে মুক্ত করার জন্য মুক্ত করার উপায় বের করার জন্য সরকারসহ সংশ্লিষ্ট সকল মহলকে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি।