কুলাউড়া’য় পুঞ্জি থেকে লাশ উদ্ধার

- আপডেটের সময় : ০৫:৫২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
- / ৬২১
বিশেষ প্রতিবেদক,ধ্রুববাণীঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় সিরাজ মিয়া (৩৫) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাতে(৩০ মার্চ) কর্মধার পাহাড়ি একটি ছড়া থেকে তাকে উদ্ধার করে পুলিশ। সিরাজ উপজেলার কর্মধা ইউনিয়েনের পূর্ব টাট্টিউলি গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
জানা যায়, দিনমজুর সিরাজ প্রতিদিনের মতো বুধবার সকালে কাজের উদ্দেশ্যে বের হলে আর বাড়িতে ফিরে যাননি। পরে সন্ধ্যা ৭টার দিকে কর্মধা ইউনিয়নের ইছাছড়া খাসিয়া পুঞ্জির নিচে একটি ছড়ায় স্থানীয়রা সিরাজের লাশ দেখতে পান।
পরে তারা কুলাউড়া থানা পুলিশকে খবর দিলে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল রাতে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, সিরাজের মিয়ার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।