ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাঁশখালীতে নারী কবিরাজকে কুপিয়ে হত্যা, যুবক আটক

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৭:৩৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
  • / ৬৫২

চট্টগ্রাম সংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ফাতেমা বেগম (৪৬) নামে এক নারী বৈদ্যকে (কবিরাজ) কুপিয়ে হত্যা করেছে মো. এহ্সান (২৮) নামে এক যুবক।

এ ঘটনায় আহত হয়েছেন ফাতেমা বেগমের মেয়ে বৃষ্টি (৯) এবং প্রতিবেশী রাবিয়া বেগম (৪০) ও জান্নাতুল ফেরদৌস (২২)।

বর্তমানে তারা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক এহ্সানকে আটক করেন।

সোমবার (১২ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের দাশ পাড়া এলাকায় নিহতের বাড়িতে এ ঘটনা ঘটে।

ফাতেমা বেগম ওই এলাকার বাসিন্দা মোস্তাক আহমেদ সিকদারের স্ত্রী বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবির।

তিনি বলেন, ‘সকালে শীলকূপ ইউনিয়নে ওই নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুই নারী ও এক শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন। ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক এহ্সানকে আটক করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক এহ্সান জানিয়েছেন, কয়েকদিন আগে ওই নারীর কাছ থেকে তিনি একটি তাবিজ নিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, তাবিজ সংক্রান্ত বিরোধের জেরে নারী বৈদ্যকে হত্যা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে এবং মামলা দায়ের প্রক্রিয়াধীন।’



নিউজটি শেয়ার করুন








বাঁশখালীতে নারী কবিরাজকে কুপিয়ে হত্যা, যুবক আটক

আপডেটের সময় : ০৭:৩৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১

চট্টগ্রাম সংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ফাতেমা বেগম (৪৬) নামে এক নারী বৈদ্যকে (কবিরাজ) কুপিয়ে হত্যা করেছে মো. এহ্সান (২৮) নামে এক যুবক।

এ ঘটনায় আহত হয়েছেন ফাতেমা বেগমের মেয়ে বৃষ্টি (৯) এবং প্রতিবেশী রাবিয়া বেগম (৪০) ও জান্নাতুল ফেরদৌস (২২)।

বর্তমানে তারা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক এহ্সানকে আটক করেন।

সোমবার (১২ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের দাশ পাড়া এলাকায় নিহতের বাড়িতে এ ঘটনা ঘটে।

ফাতেমা বেগম ওই এলাকার বাসিন্দা মোস্তাক আহমেদ সিকদারের স্ত্রী বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবির।

তিনি বলেন, ‘সকালে শীলকূপ ইউনিয়নে ওই নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুই নারী ও এক শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন। ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক এহ্সানকে আটক করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক এহ্সান জানিয়েছেন, কয়েকদিন আগে ওই নারীর কাছ থেকে তিনি একটি তাবিজ নিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, তাবিজ সংক্রান্ত বিরোধের জেরে নারী বৈদ্যকে হত্যা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে এবং মামলা দায়ের প্রক্রিয়াধীন।’