চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম পলাতক আসামি র্যাব-৮ এর অভিযানে গ্রেফতার

- আপডেটের সময় : ০৮:০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / ৬৫২
প্রেস বিজ্ঞপ্তিঃ পটুয়াখালীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এর বিশেষ অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মো. সেলিম (৪৫) গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকার তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত সেলিম ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার কাশিপুর (পশ্চিম পাড়া) গ্রামের মৃত সামসুল হকের ছেলে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি সেলিম দীর্ঘদিন ধরে বানর খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করতেন। একই পেশায় ছিলেন নিহত আবু তালেব (২৮)। এই কারণে তাদের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। গত ২ এপ্রিল বিকালে আবু তালেব স্ত্রী-সন্তানকে নিয়ে ঝিনাইদহের কাশিপুর গ্রামে শ্বশুর মো. ছবেদ আলীর বাড়িতে বেড়াতে যান। পরদিন (৩ এপ্রিল) ভোর রাতে আবু তালেবকে ডেকে নিয়ে একই এলাকার বানর খেলা প্রদর্শনকারী আসামি মো. রুবেল হোসেন ধারালো লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। বাঁচাতে গেলে তার শ্বশুর ছবেদ আলীকেও আঘাত করা হয়।
পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টা ১৫ মিনিটে আবু তালেবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে কালীগঞ্জ থানায় হত্যা মামলা (নং-০১, তারিখ: ০৩-০৪-২০২৫, ধারা: ৩২৬/৩০২ পেনাল কোড) দায়ের করেন।
র্যাব-৮ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে হত্যা মামলার অন্যতম পলাতক আসামী মো. সেলিমকে গ্রেফতার করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।’