কলাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

- আপডেটের সময় : ০৫:৩৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / ৬০৬
নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর কলাপাড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উল্টো রথ টানার মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিকাল সাড়ে ৩টায় বৃষ্টিকে উপেক্ষা করে পৌর শহরের জগন্নাথ নাট মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে চিংগড়িয়া হয়ে আবার মন্দির প্রাঙ্গণে ফিরে আসে।
শোভাযাত্রায় অংশ নেন নারী-পুরুষসহ নানা বয়সী ভক্তবৃন্দ। ঢাক, কাঁসর, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর ছিল পুরো এলাকা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই তিথিতে জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে নিজ আশ্রমে ফেরেন, আর সেই উপলক্ষেই অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। প্রতিবছর হাজারো ভক্ত এই উৎসবে অংশ নেয়।
চিংগড়িয়া এলাকার ভক্ত সম্রাট কর্মকার বলেন, ‘প্রতি বছর এই উৎসব ঘিরে আমাদের এলাকাজুড়ে আনন্দ-উচ্ছ্বাসের এক অনন্য আবহ তৈরি হয়। এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ।’
আখড়াবাড়ি এলাকার সমুদ্র চন্দ্র হাওলাদার বলেন, ‘বৃষ্টির মধ্যেও রথ টানতে পারা ছিল আমার জীবনের এক স্মরণীয় অভিজ্ঞতা। রথের রশিতে টান দেওয়ার সঙ্গে সঙ্গে হৃদয়ে এক শান্তি ও আনন্দের স্রোত বয়ে যায়।’
শ্রী শ্রী জগন্নাথ নাট মন্দিরের সভাপতি টিঙ্কু মুখার্জী বলেন, ‘ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের রথযাত্রা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ব শান্তি ও মানব কল্যাণের প্রার্থনাই ছিল উৎসবের মূল উদ্দেশ্য।’
নিরাপত্তার বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ জুয়েল ইসলাম ধ্রুববাণীকে বলেন, ‘রথযাত্রা উপলক্ষে পর্যাপ্ত পুলিশ, আনসার ও সেনাবাহিনী মোতায়েন ছিল। শান্তিপূর্ণ পরিবেশে পুরো আয়োজন শেষ হয়েছে।’
উল্টো রথযাত্রাকে কেন্দ্র করে কলাপাড়া পৌর শহর পরিণত হয় ভক্তি, ভালোবাসা ও ধর্মীয় ঐক্যের মিলনমেলায়।