ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মারকাযুল উলূম খুলনায় পীর জুলফিকার নকশবন্দীর সিলসিলার ইজতেমা অনুষ্ঠিত

শেখ নাসির উদ্দিন
  • আপডেটের সময় : ০৭:৫০:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / ৯১৩

খুলনা ব্যুরো প্রধানঃ রবিবার (২২ জুন) সকালে জামি’আ ইসলামিয়া মারকাযুল উলূম খুলনার ‘খানকায়ে মাদানী’র উদ্যোগে আয়োজিত শাইখুল মাশায়েখ, মাহবুবুল উলামা হযরত মাওলানা পীর জুলফিকার আহমাদ নকশবন্দী দামাত বারাকাতুহুম এর সিলসিলার খানকাহি নেযামের ৩ দিন ব্যাপী তা’লীমি ইজতেমা সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে আখেরী নসিহত ও মুনাজাত পরিচালনা করেন মারকাযুল উলূম খুলনার প্রতিষ্ঠাতা মহাপরিচালক শায়খুল হাদীস হযরত যাকারিয়া রহ. এর সুযোগ্য শাগরিদ আল্লামা মুফতী গোলাম রহমান হাফি.।

ইজতেমায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা জুলফিকার আহমাদ নকশবন্দী হাফি. এর এশিয়ার অন্যতম খলীফা হযরতুল আল্লাম শায়খ মুহাম্মাদ হাফি. মালয়েশিয়া।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেনঃ
লন্ডনের মাওলানা গোলাম রাব্বানী হাফি. খুলনা দারুল উলূম মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মুশতাক আহমাদ হাফি. ঢাকা সেগুনবাগিচা মসজিদে নূরের খতীব হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, খুলনা মুহাম্মাদনগর মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মুফতী আব্দুল হাই হাফি. শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী রহ. এর খলীফা হযরত মাওলানা সাখাওয়াত হুসাইন ও হযরত মাওলানা নাসিরুদ্দীন কাসেমী. ঢাকা শুভেচ্ছা ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মুহাম্মাদ মুয়াজ হাফি.

খানকায়ে মাদানীর নাযেম, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী রহ. এর খলীফা মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুফতী জিহাদুল ইসলাম, মুফতী মাশহুদুর রহমান, মুফতী আব্দুল কাইয়ুম জমাদ্দার, মুফতী ইউনুছ আহমাদ, মাওলানা আতাউর রহমান আতিকী, মাওলানা আব্দুল হাকীম, মুফতী মানযুর আহমাদ, মুফতী মিজানুর রশীদ, মুফতী মাসুম বিল্লাহ, মুফতী হাসান জামিল, মুফতী জাকির হুসাইন, মুফতী জুনাইদ আহমাদ, মুফতী রবিউল ইসলাম রাফে, মুফতী হুমায়ূন কবীর, মুফতী মুঈনুল ইসলাম, মুফতী ইব্রাহিম খলীল, মুফতী আব্দুল্লাহ মুখতার, মাওলানা ইকবাল হুসাইন, মাওলানা মিজানুর রহমান, মুফতী আহমাদ ঈসা, মুফতী জিকরুল্লাহ প্রমুখ।

ইজতেমায় শায়খ মুহাম্মাদ হাফি. বলেন, আল্লাহ আমাদের ভালোবাসেন তাই তিনি আমাদেরকে ভালোবেসে মানুষ বানাইছেন, ভালোবেসে মুসলমান বানাইছেন, ভালোবেসে ঈমান দান করেছেন। আর আল্লাহর জিকির সেই মুহব্বতকে আরো বাড়িয়ে দেয়, মানুষের জীবনে এবং আত্মায় প্রশান্তি আনে। জিকিরের মাধ্যমে বান্দা সবসময় আল্লাহর স্মরণে থাকে, তাঁর মুহব্বতের মাধ্যমে সে আল্লাহর নৈকট্য লাভে ব্যাকুল হয়ে পড়ে।
যে হৃদয়ে আল্লাহর ভালোবাসা জাগে, সে হৃদয় পাপ থেকে দূরে থাকে এবং জিকিরের বরকতে সে অন্তরে সুকুন ও নূর অনুভব করে।



নিউজটি শেয়ার করুন








মারকাযুল উলূম খুলনায় পীর জুলফিকার নকশবন্দীর সিলসিলার ইজতেমা অনুষ্ঠিত

আপডেটের সময় : ০৭:৫০:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

খুলনা ব্যুরো প্রধানঃ রবিবার (২২ জুন) সকালে জামি’আ ইসলামিয়া মারকাযুল উলূম খুলনার ‘খানকায়ে মাদানী’র উদ্যোগে আয়োজিত শাইখুল মাশায়েখ, মাহবুবুল উলামা হযরত মাওলানা পীর জুলফিকার আহমাদ নকশবন্দী দামাত বারাকাতুহুম এর সিলসিলার খানকাহি নেযামের ৩ দিন ব্যাপী তা’লীমি ইজতেমা সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে আখেরী নসিহত ও মুনাজাত পরিচালনা করেন মারকাযুল উলূম খুলনার প্রতিষ্ঠাতা মহাপরিচালক শায়খুল হাদীস হযরত যাকারিয়া রহ. এর সুযোগ্য শাগরিদ আল্লামা মুফতী গোলাম রহমান হাফি.।

ইজতেমায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা জুলফিকার আহমাদ নকশবন্দী হাফি. এর এশিয়ার অন্যতম খলীফা হযরতুল আল্লাম শায়খ মুহাম্মাদ হাফি. মালয়েশিয়া।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেনঃ
লন্ডনের মাওলানা গোলাম রাব্বানী হাফি. খুলনা দারুল উলূম মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মুশতাক আহমাদ হাফি. ঢাকা সেগুনবাগিচা মসজিদে নূরের খতীব হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, খুলনা মুহাম্মাদনগর মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মুফতী আব্দুল হাই হাফি. শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী রহ. এর খলীফা হযরত মাওলানা সাখাওয়াত হুসাইন ও হযরত মাওলানা নাসিরুদ্দীন কাসেমী. ঢাকা শুভেচ্ছা ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মুহাম্মাদ মুয়াজ হাফি.

খানকায়ে মাদানীর নাযেম, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী রহ. এর খলীফা মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুফতী জিহাদুল ইসলাম, মুফতী মাশহুদুর রহমান, মুফতী আব্দুল কাইয়ুম জমাদ্দার, মুফতী ইউনুছ আহমাদ, মাওলানা আতাউর রহমান আতিকী, মাওলানা আব্দুল হাকীম, মুফতী মানযুর আহমাদ, মুফতী মিজানুর রশীদ, মুফতী মাসুম বিল্লাহ, মুফতী হাসান জামিল, মুফতী জাকির হুসাইন, মুফতী জুনাইদ আহমাদ, মুফতী রবিউল ইসলাম রাফে, মুফতী হুমায়ূন কবীর, মুফতী মুঈনুল ইসলাম, মুফতী ইব্রাহিম খলীল, মুফতী আব্দুল্লাহ মুখতার, মাওলানা ইকবাল হুসাইন, মাওলানা মিজানুর রহমান, মুফতী আহমাদ ঈসা, মুফতী জিকরুল্লাহ প্রমুখ।

ইজতেমায় শায়খ মুহাম্মাদ হাফি. বলেন, আল্লাহ আমাদের ভালোবাসেন তাই তিনি আমাদেরকে ভালোবেসে মানুষ বানাইছেন, ভালোবেসে মুসলমান বানাইছেন, ভালোবেসে ঈমান দান করেছেন। আর আল্লাহর জিকির সেই মুহব্বতকে আরো বাড়িয়ে দেয়, মানুষের জীবনে এবং আত্মায় প্রশান্তি আনে। জিকিরের মাধ্যমে বান্দা সবসময় আল্লাহর স্মরণে থাকে, তাঁর মুহব্বতের মাধ্যমে সে আল্লাহর নৈকট্য লাভে ব্যাকুল হয়ে পড়ে।
যে হৃদয়ে আল্লাহর ভালোবাসা জাগে, সে হৃদয় পাপ থেকে দূরে থাকে এবং জিকিরের বরকতে সে অন্তরে সুকুন ও নূর অনুভব করে।