আমতলীতে ছারছিনা দরবার শরীফের খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সে আখেরি মোনাজাত

- আপডেটের সময় : ০৩:১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / ৬৯২
মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি : বাংলাদেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে শুক্রবার জুম্মাবাদ আখেরি মোনাজাতের মধ্যদিয়ে বরগুনা জেলার আমতলী উপজেলার আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শেষ হয়েছে।
ছারছিনা শরীফের মরহুম পীর মাওলানা নেছারউদ্দিন আহম্মদের ৭০ তম ও মাওলানা আবু জাফর মোহাম্মদ ছালের ৩২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ মাহফিলের আয়োজন করা হয়। গত বুধবার থেকে আনুষ্ঠানিক ভাবে এ মাহফিল শুরু হয়ে আজ আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
দক্ষিণাঞ্চলের দ্বিতীয় বৃহৎ এ মুসলিম জমায়েতে অংশগ্রহনের জন্য সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলিম বাস, ট্রাক, ট্রলার ও টেম্পো বোঝাই করে খানকা শরিফে সমবেত হন। জুম্মাবাদ ঘন্টাব্যাপী আখেরি মোনাজাত পরিচালনা করেন ছারছিনা শরিফের বর্তমান পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ। আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার ঐক্য ও ভ্রাতৃত্বোবোধসহ দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় এবং মহামারি করোনা থেকে বিশ্বের সকল মুসলিম উম্মাহকে রক্ষার জন্য দোয়া করা হয়।
মোনাজাতের আগে মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পটুয়াখালী -৪ আসনের সাংসদ মুহিবুর রহমান মহিব, আমতলী পৌরসভার মেয়র মোঃ. মতিয়ার রহমান, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মেঃ. মজিবুর রহমান ও আমতলী উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি মোঃ মোতাহার উদ্দিন মৃধা প্রমুখ।