কলাপাড়ায় বছরব্যাপী তরমুজ উৎপাদনের আধুনিক কলাকৌশল শীর্ষক প্রশিক্ষণ

নিউজ রুম
- আপডেটের সময় : ১১:৩২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
- / ৭১৪
কলাপাড়া সংবাদদাতাঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র লেবুখালী, পটুয়াখালী’র আয়োজনে কলাপাড়ায় বছরব্যাপী বারি উদ্ভাবিত তরমুজ উৎপাদনের আধুনিক কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র লেবুখালী, পটুয়াখালী’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ ইদ্রিছ আলী হাওলাদারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটুয়াখালী’র অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল মান্নান।
এছাড়াও বক্তব্য রাখেন, বৈজ্ঞানিক কর্মকর্তা ইফতেখার মাহমুদ, রেজাউল করিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল আল মামুন প্রমুখ।