আধুনিক মডেল ওয়ার্ড গড়তে চান মেম্বার প্রার্থী জাকির আহমদ জবলু

- আপডেটের সময় : ০৩:৪৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
- / ৬৩৪
মোঃ হাফিজুর রহমান, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃআসন্ন মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বাস্তবভিত্তিক উন্নয়ন আদর্শ মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে জনগনের নাগরিক সেবা নিশ্চিত করতে সকলের কাছে দোয়া-আর্শীবাদ ও ভোট ভিক্ষা চাচ্ছেন মেম্বার প্রার্থী (মোরগ প্রতীক) জাকির আহমদ জবলু। তিনি ভোটারদের সমর্থন আদায়ের জন্য বাড়ি বাড়ি যাচ্ছেন। উঠান বৈঠক ও পথ সভা করে জনগণের বন্ধু এবং সমাজ সেবক হিসেবে ভোটারদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সদালাপী, বিনয়ী ও হাস্যোজ্জ্বল ব্যক্তি হিসেবে নির্বাচনী প্রচারনায় বেশ এগিয়ে রয়েছেন বলেও ভোটাররা জানান।
সরেজমিনে জানা গেছে, তিনি একজন পরোপকারী ও সমাজসেবক হিসেবে মানুষের সুখে-দুঃখে পাশে থেকে নিজেকে জনবান্ধব নেতা হিসাবে গড়ে তুলেছেন। করোনাভাইরাসে প্রকোপের সময় ইউনিয়নের দুস্থ্য অসহায় মানুষের পাশে থেকে সহায়তা প্রদানসহ মসজিদ ও সামাজিক কর্মকান্ডে অবদান রেখেছেন। বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে সেবক জাকির আহমদ জবলু একজন নিষ্টাবান, গ্রহনযোগ্য ও আলোচিত ব্যাক্তি হিসেবে আলোচনায় এসেছে। সেই কারনে তিনি উন্নয়নের স্বার্থে মেম্বার পদ-প্রার্থী হিসেবে মাঠে কাজ করে যাচ্ছেন।
মেম্বার প্রার্থী জাকির আহমদ জবলু জানান,একাটুনা ইউনিয়নের ১নং ওয়ার্ড দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। সরকার প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য সেবার দ্বার উন্মুক্ত করলেও এখানকার মানুষ সঠিকভাবে সেবা পায়নি ।সর্বোচ্চ সেবা ওয়ার্ডের প্রতিটি মানুষের কাছে পৌছে দিতেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চাইছি।করোনাভাইরাস সঙ্কটে দিন-রাত খাদ্য সামগ্রী নিয়ে কর্মহীন, অসহায় শ্রমজীবী ও ভাসমান মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি ওয়ার্ডবাসীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে রাস্তাঘাটের আধুনিকায়ন,শিক্ষা ও সংস্কৃতির উন্নয়ন, বিভিন্ন সুযোগ-সুবিধা ও ভাতা প্রদানসহ নানা উন্নয়নমূলক কর্মকান্ড স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে বাস্তবায়ন করবো।২৬ তারিখ ওয়ার্ডবাসী আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ ।