কক্সবাজার জেনারেল হাসপাতালে এক রোহিঙ্গা তরুণীকে গণধর্ষণের অভিযোগ
নিউজ রুম
- আপডেটের সময় : ১০:০৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
- / ৭৭৭
মোঃ তৌহিদুল ইসলাম, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ গত ২৭ জুন কক্সবাজার জেনারেল হাসপাতালে এক রোহিঙ্গা গর্ভবতী নারীকে নিয়ে আসে MSF নামে একটি এনজিও প্রতিনিধি দল।
জানা গেছে, তাকে ভর্তি করানো হয় ৬ তলার ৬০৪ নম্বর রুমে। তাকে দেখাশোনা করার জন্য রোহিঙ্গা নারীর সাথে এক তরুণীও আসে। সেই তরুণীর উপর কু-নজর পড়ে হাসপাতালের ওয়ার্ড বয় মোহাম্মদ শফি, লিফট ম্যান আতাউর রহমান ও গেটম্যান নুরুল হকের। এক পর্যায়ে গত বৃহস্পতিবার শফি ও আতাউর রহমান রোগীর ওই স্বজনকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তাদেরকে ধর্ষণে সহযোগিতা করে গেটম্যান নুরুল হক। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও MSF এর প্রতিনিধিদল।
ধর্ষণের ব্যাপারটি কক্সবাজার জেলা প্রশাসনকে জানানো হলে জেলা প্রশাসন জানায় তারা সম্পূর্ণ পদক্ষেপ নিবেন।
























