কুয়াকাটায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ৩৫ জেলেকে আটক
নিউজ রুম
- আপডেটের সময় : ০৩:০৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
- / ৮৭০
মাহতাব হোসেন, মহিপুর প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরের কুয়াকাটায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার করায় ৭টি ট্রলার ও ৩ লাখ মিটার জালসহ ৩৫ জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ।
রবিবার (৪ জুলাই) ভোররাত থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে রাবনাবাদ ও আগুনমুখা নদী থেকে এসব জেলেদের আটক করা হয়।
আটককৃত ৮ জেলের বাড়ি কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে এবং ২৭ জেলের বাড়ি রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন এলাকায়।
কুয়াকাটা নৌ-পুলিশের এএসআই কামরুজ্জামান জানান, নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসব জেলেরা সাগরসহ বিভিন্ন নদ নদীতে মাছ শিকার করে আসছিল।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, আটকৃত জেলেদের ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।






















