পঞ্চগড়ে নতুনহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

- আপডেটের সময় : ১০:২৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ৬৪৬
মোঃ সইনুল রহমান আকাশ, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার ১০ নং গড়িনাবাড়ি ইউনিয়ের নতুনহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থীৱ সাথে সহকারী শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ।
বিচারের দাবিতে রাস্তা অবরোধ করেছে উৎসুক জনতা । গত ২৪ নভেম্বর গড়িনাবাড়ি নতুনহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই স্কুল ছাত্রীর বাবা। ৬ দিন পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি স্কুলেৱ প্রধান শিক্ষক ও স্কুল কৃর্তপক্ষ ।
তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধ কৱেছে স্থানীয় ও স্কুলছাত্রীরা। ঐ সহকারী শিক্ষক আব্দুর রহিম বাসা ৮ নং ধাক্কামারা ইউনিয়ের সিএডবি মোড় ঘাটিয়া পাড়া এলাকায়। পিতা মৃত মো: শাহমদ ( তেলি ) তিনি এবারে তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে গোলাপ ফুল মার্কার প্রর্তীক নিয়ে ৮ নং ধাক্কামারা ইউনিয়নে নির্বাচন করেন।
স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী জানান, সহকারী স্কুল শিক্ষক আব্দুর রহিম ঐ স্কুলের জীব বিঙ্গান বিষয়ে ক্লাস নিত। এবং টিউশনির পরার নাম করে ইতোপূর্বে বিভিন্ন জায়গায় শিক্ষার্থী সহ অনেক মেয়েদেরকে ধর্ষণ করেন বলে অভিযোগ স্থানিয়দের। কিছুদিন আগে নতুনহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের আরও এক ছাত্রীকে বিভিন্ন ভাবে প্রলোবন ও ভয়ভীতি দেখিয়ে বিয়ে করেন কিন্তু কিছুদিন যাইতে না যাইতে শুরু হয় নির্যাতন।
প্রথম বউয়ের করা মামলায় জেল হাজতে থাকেন তিনি। পরে দুই থেকে তিন বছর সংসার করে তাকে ছেড়ে দেন। তাই শিক্ষার্থী ও জনসাধারণ মানুষ এর সুষ্ঠ বিচার দাবী করেন। বারবার এই শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করেন আব্দুর রহিমের, কিন্তু দুখের বিষয় তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি স্কুল কৃর্তপক্ষ।
এবিষয়ে নতুনহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বললে তিনি জানান, সহকারী শিক্ষক আব্দুর রহিম ২৩ নভেম্বর একটি লিখিত ৬ দিনের ছুটির আবেদন করেন, আমি সেটা নামঞ্জুর করি। আমার স্কুলের এসএসসি পরীক্ষার্থীর সাথে অনৈতিক সর্ম্পক ও ধর্ষণের অভিযোগ করেছে মেয়ের বাবা এ ব্যাপারে ৫ সদস্য শিক্ষক কমিটি গঠন করে দিয়েছি। তাদের প্রতিবেদনে সত্যতা উঠে আসলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তার আগেই বিষয়টি এলাকায় ছড়াছড়ি এবং ওই শিক্ষকের ছুটির দিন শেষ হওয়ায় স্থানীয় এলাকার অভিভাবক ও সর্বসাধারণ স্কুল এবং সড়ক অবরোধ করেন।
পরে খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। অভিযোগ সূত্রে জানা যায় , দীর্ঘ দিন ধরে আমার মেয়েকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখায়। এতে করে এক প্রকার সারা না পেয়ে সহকারী শিক্ষক আব্দুর রহিম এসএসসি পরীক্ষার স্কুল বোর্ডের কাগজে দেখিয়ে আমার মেয়ের অজান্তে ঢাকা জজ কোর্টের সহকারী আইনজীবীর মাধ্যমে নোটারী পাবলিক কাগজে সই করে নেন।
বিষয়টি ওই স্কুল ছাত্রীকে জানিয়ে বিভিন্ন প্রকার লোভলালশা দিয়ে ধর্ষণ করে দিনের পর দিন। এদিকে বিষয়টি নিয়ে ওই স্কুল ছাত্রী ভারসাম্য হারিয়ে অসুস্থ্য হয়ে পরলে পরিবারের লোকজন জানতে পারে সে ঘটনার বিবরণী দেয়। এতে প্রাথমিক ভাবে তার বাবা বিদ্যালয়ে একটি অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে পঞ্চগড় সদর থানার ওসি, আবদুল লতিফ মিয়া জানান, রাস্তা অবরোধের ঘটনা শুনে, দূরত্ব ঘটনা স্থলে এসে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ বিষয়ে দৈনিক ধ্রুব বাণী নিউজ প্রতিবেদকে নিশ্চিত করেন এবং এ ব্যাপারে সদর থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে যাহার মামলা নম্বর ২৪।