ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কঠোর লকডাউনেও মানবতার সেবায় নিয়োজিত স্বপ্নযাত্রী ফাউন্ডেশন

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৯:১৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
  • / ৭৭৪

সাজ্জাদ হোসাইন সাজু, মহেশখালী প্রতিনিধিঃ করোনার কঠোর লকডাউনের প্রথম দিনে এক হিন্দু মহিলার পেটে পাথর অপারেশনের জন্য ব্লাড প্রয়োজন হয়। কঠোর লকডাউনে ব্লাড ম্যানেজ করা কষ্টকর হলেও ওই হিন্দু মহিলার পেটে অপারেশনের জন্য এগিয়ে আসেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সদস্যরা। সংগঠনটির কেন্দ্রীয় সদস্য আবিদ বিন হারুন নিজের ১০তম রক্তদান করেন।

স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন বলেন, স্বপ্নযাত্রী সদস্যরা কেবল রক্তের ডোনার ম্যানেজ ও রক্তদান করে ক্লান্ত হয় না, স্বপ্নযাত্রী প্রত্যেক সদস্যই এক একজন সুপার ডোনার।

তিনি আরও বলেন, যতদিন কঠোর লকডাউন থাকবে ততদিন মাঠে থাকবে স্বপ্নযাত্রী ইমার্জেন্সি রেসপন্স টিম (SERT) এবং স্বপ্নযাত্রী ফুডব্যাংক।অসহায় অভুক্ত ও অবহেলিত পাশে থাকতে চাই স্বপ্নযাত্রী।

কঠোর লকডাউন ও প্রতিকূল পরিবেশে যে সব সেবা প্রদান করবে সংগঠনটি-
১। রোগী ও রক্তদাতা পরিবহন
২। জরুরি ত্রাণ পরিবহন
৩। জরুরি ঔষধ ও অক্সিজেন পৌঁছে দেয়া
৪। নিত্যপ্রয়োজনীয় জরুরি খাবার পৌঁছে দেয়া
৫। চিকিৎসা সেবা

যে সব এলাকায় সেবা দেওয়া হবে-
চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা এবং যে সব জেলা উপজেলায় স্বপ্নযাত্রী শাখা রয়েছে।

হটলাইনঃ০১৮২৯৩৩৭১৭৮



নিউজটি শেয়ার করুন








কঠোর লকডাউনেও মানবতার সেবায় নিয়োজিত স্বপ্নযাত্রী ফাউন্ডেশন

আপডেটের সময় : ০৯:১৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১

সাজ্জাদ হোসাইন সাজু, মহেশখালী প্রতিনিধিঃ করোনার কঠোর লকডাউনের প্রথম দিনে এক হিন্দু মহিলার পেটে পাথর অপারেশনের জন্য ব্লাড প্রয়োজন হয়। কঠোর লকডাউনে ব্লাড ম্যানেজ করা কষ্টকর হলেও ওই হিন্দু মহিলার পেটে অপারেশনের জন্য এগিয়ে আসেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সদস্যরা। সংগঠনটির কেন্দ্রীয় সদস্য আবিদ বিন হারুন নিজের ১০তম রক্তদান করেন।

স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন বলেন, স্বপ্নযাত্রী সদস্যরা কেবল রক্তের ডোনার ম্যানেজ ও রক্তদান করে ক্লান্ত হয় না, স্বপ্নযাত্রী প্রত্যেক সদস্যই এক একজন সুপার ডোনার।

তিনি আরও বলেন, যতদিন কঠোর লকডাউন থাকবে ততদিন মাঠে থাকবে স্বপ্নযাত্রী ইমার্জেন্সি রেসপন্স টিম (SERT) এবং স্বপ্নযাত্রী ফুডব্যাংক।অসহায় অভুক্ত ও অবহেলিত পাশে থাকতে চাই স্বপ্নযাত্রী।

কঠোর লকডাউন ও প্রতিকূল পরিবেশে যে সব সেবা প্রদান করবে সংগঠনটি-
১। রোগী ও রক্তদাতা পরিবহন
২। জরুরি ত্রাণ পরিবহন
৩। জরুরি ঔষধ ও অক্সিজেন পৌঁছে দেয়া
৪। নিত্যপ্রয়োজনীয় জরুরি খাবার পৌঁছে দেয়া
৫। চিকিৎসা সেবা

যে সব এলাকায় সেবা দেওয়া হবে-
চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা এবং যে সব জেলা উপজেলায় স্বপ্নযাত্রী শাখা রয়েছে।

হটলাইনঃ০১৮২৯৩৩৭১৭৮