রাজৈরে নির্মাণ শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে পুলিশের মামলার প্রতিবাদে মানববন্ধন

- আপডেটের সময় : ০৩:২১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ৮৩৬
শহীদুল আলম, মাদারীপুর প্রতিনিধিঃ গত ২৪ জুন রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের আমগ্রাম বাজারে দুই গ্রুপের সংঘটিত সংঘর্ষ চলাকালীন সময় নির্মান শ্রমিকলীগ আমগ্রাম ইউপি শাখার সাধারণ সম্পাদক সরোজ বালা (২৫), পিতা: বাসুদেব বালা মূলত তার নিজের কর্মস্থল ফরিদপুর জেলার ভাংগা উপজেলার একটি বাড়িতে গৃহনির্মাণ কাজে লিপ্ত ছিলেন। সে কোনো মতেই ঐ সংঘর্ষ স্থানে কিংবা সংঘর্ষে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ গ্রহণ করেননি। তার পরেও কি ভাবে তাকে ঐ মামলার এজাহারভুক্ত ৬২নং আসামি করা হলো সে তা বুঝে উঠতে পারছে না।
বুধবার (৩০ জুন) বাংলাদেশ নির্মাণ শ্রমিকলীগ রাজৈর উপজেলা শাখার উদ্যোগে তাদের রাজৈর কার্যালয়ের সামনে সরোজ বালার উপর ষড়যন্ত্রমূলক পুলিশের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতীকি সমাবেশ করা হয়।
সেলিম বয়াতি, সভাপতি রাজৈর উপজেলা শাখা, এর সভাপতিত্বে এখানে উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা, নির্মাণ শ্রমিকলীগের কার্যকরি সভাপতি মো: বাদশা খাঁন, সাধারন সম্পাদক আব্দুল আহাদ লটন, রাজৈর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইলিয়াছ কাজী, সাংগঠনিক সম্পাদক মো: মুসা সুলতান, সহ-সম্পাদক আল-আমিন কাজী সহ রাজৈর পৌরসভা ও আমগ্রাম ইউনিয়ন শাখার বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপজেলা সভাপতি সেলিম বয়াতি রাজৈর থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সরোজ বালা নিরীহ, ভদ্র এবং বিনয়ী একজন লোক তাই তার বিরুদ্ধে আনিত অভিযোগ ও মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করে প্রকৃত দোষী ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় এনে বিচার করুন। অহেতুক নিরীহ ব্যক্তিদের হয়রানি করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।