নওগাঁয় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

- আপডেটের সময় : ০২:৪৮:২৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / ৬৫০
স্টাফ রিপোর্টার।। নওগাঁয় পুকুরে গোসল করতে নেমে ভাই-বোনসহ চারশিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে নওগাঁ শহরের আরজি নওগাঁ শেরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, আব্দুস সালাম মন্ডলের মেয়ে খাদিজা (৬), আনোয়ার হোসেন এর মেয়ে আশা (৮) এবং টুকু মন্ডল এর মেয়ে সুরাইয়া (১০) ও ছেলে ফরহাদ (৬)।
স্থানীয় সূত্রে যায়, আরজি নওগাঁ শেরপুর এলাকায় বাড়ির কাছের একটি পুকুরে গোসল করতে নামে ছয় শিশু। পুকুরে গোসল শেষে দুইজন বাড়ি চলে যায়।
আর বাকি ৪ জন পুকুরে গোসলের সময় পানির নিচে কাঁদায় আটকে যায়। দীর্ঘ সময় তারা বাড়ি না ফেরায় পুকুরে গিয়ে খোঁজ করে। এসময় কাদার সাথে আটকা অবস্থায় তাদের চারজনকে উদ্ধার করেন বিকেল ৩ টায় নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয় চিকিৎ তাদের মৃত ঘোষনা করেন। এদিকে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) নজরুল ইসলাম জুয়েল চার শিশু মৃত্যু বিষয়টি চিহ্নিত করে বলেন এটাকি ষড়যন্ত্র না কি দুর্ঘটনা এ বিষয়ে তদন্ত চলছে একথা বলেন ।