হরিরামপুরে চেক জালিয়াতি মামলার ১ আসামী আটক
- আপডেটের সময় : ১২:৩৪:২১ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
- / ৬৫১
সাকিব আহমেদ, হরিরামপুর (মানিকগঞ্জ): মানিকগঞ্জের হরিরামপুরে চেক জালিয়াতি মামলায় একজনকে আটক করেছে হরিরামপুর থানা পুলিশ। আটককৃত জাকির হোসেন (৩৫), উপজেলার সুলতানপুর গ্রামের মজিদ বিশ্বাসের ছেলে।
রোববার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার সুলতানপুর তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। জাকির দীর্ঘদিন ধরে ভূয়া চেক দিয়ে মানুষকে প্রতারণা করে আসছিলেন বলে জানা গেছে। হরিরামপুর থানায় তার নামে চেক জালিয়াতির ৪ টি মামলাও রয়েছে।
থানা সূত্রে জানা যায় , হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলামের সার্বিক দিক নির্দেশনায় এস আই রোস্তম আলী, এ এস আই মাসুদ রানা, কনস্টেবল ওমর ফারুক ও কনস্টেবল কামাল হোসেন এর সহযোগিতায় আসামীকে আটক করেন।
আসামী একটি মামলায় সাজাপ্রাপ্ত জানিয়ে হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম মুঠোফোনে জানান, রোববার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার সুলতানপুর গ্রামের নিজ বাড়ি থেকে আসামীকে আটক করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ আসামি চেক প্রতারণা করে আসছে এবং তার বিরুদ্ধে ৪টি চেক প্রতারণা মামলা রয়েছে বলে জানান তিনি।























