গলাচিপা কেন্দ্রীয় মসজিদের ইমাম-এর মৃত্যু, বিভিন্ন মহলের শোক প্রকাশ

- আপডেটের সময় : ০১:০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
- / ৬৮৬
ইশরাত জাহান, জেলা প্রতিনিধি (পটুয়াখালী) ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলা সদর কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম এবং হেলিপ্যাড মাদ্রাসা, এতিম খানা ও মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ্ব হযরত মাওলানা মো. অলিউল্লাহ ২০/৯/২০১ ইং তারিখ রোজ সোমবার রাত্র ৮টা ৩০ মিনিটের সময় নিজ বাসভবনে হার্টের অসুস্থতা জনিত কারনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন”।
মৃত্যু কালে তাঁর বয়স ছিল আনুমানিক ৬৭ বছর। তাঁর মৃত্যুতে গলাচিপা উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শোক প্রকাশ করেন।
বর্তমান ক্ষমতাশীল আওয়ামী লীগ এর নেতৃবৃন্দসহ সংসদ সদস্য এসএম শাহজাদা, উপজেলা চেয়ারম্যান মু.শাহিন শাহ, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, পৌর মেয়র আহসানুল হক তুহিন, প্রেস ক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন, উপজেলার সকল ইমাম , ও খেলাফত মজলিশ উপজেলা কমিটির সভাপতি ও সম্পাদক, কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হাজী আঃরব সিকদার সহ আরো অনেকে গভীর শোক প্রকাশ করেন।
মরহুম-আলহাজ্ব মাওলানা অলিউল্লাহ ২পুত্র ৪ কন্যাসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাযায় হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেয়। পরে তাকে পটুয়াখালী জেলার জৈনকাঠি গ্রামে তাঁর নিজ বাড়ির পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।