‘তিস্তা বাঁচলে উত্তরবঙ্গ বাঁচবে’— স্লোগানে তিস্তাপাড়ে জ্বলে উঠল লাখো মশাল

- আপডেটের সময় : ০৩:২৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / ৫৮৪
কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় তিস্তাপাড়ের মানুষ হৃদয়ের আগুন মশালে রূপ দিয়ে তিস্তা মেগা প্রকল্পের দ্রুত বাস্তবায়নের দাবিতে আয়োজন করেছে এক বিশাল মশাল প্রজ্বালন কর্মসূচি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় তিস্তা রেল ও সড়ক সেতুপাড়ে ‘তিস্তা রক্ষা আন্দোলন’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও তিস্তা রক্ষা আন্দোলনের সহ-সমন্বয়ক আলহাজ্ব এমদাদুল হক ভরসা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম (সফি), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহান মিয়া এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম প্রমুখ।
বক্তারা বলেন, তিস্তা নদী এখন মৃত্যুপথযাত্রী। নদীর পানি শুকিয়ে যাওয়া ও ভয়াবহ ভাঙনে হাজার হাজার মানুষ জীবিকা হারিয়েছে। কৃষি, মৎস্য ও পরিবেশ আজ চরম বিপর্যয়ের মুখে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তিস্তা মেগা প্রকল্পের বাস্তবায়ন সময়ের দাবি।
তারা আরও বলেন, দেশি-বিদেশি যেকোনো চাপ উপেক্ষা করে সরকারকে অবিলম্বে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে হবে। “তিস্তা বাঁচলে উত্তরবঙ্গ বাঁচবে”— এই স্লোগানে প্রজ্বলিত হয় শত শত মশাল, যা আলোকিত করে তিস্তাপারের রাত।
কর্মসূচির শেষে তিস্তা রক্ষা আন্দোলনের নেতারা ঘোষণা দেন— নদী ও মানুষের স্বার্থে এ আন্দোলন অব্যাহত থাকবে।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারও নেতাকর্মী অংশগ্রহণ করেন।