২০% বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবি–
ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন

- আপডেটের সময় : ০৭:৫১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ৬২৮
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। কলাপাড়া উপজেলা কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
এ সময় বক্তব্য রাখেন খেপুপাড়া নেছারউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ নাসির উদ্দিন হাওলাদার, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু, কলাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ মাসুম বিল্লাহ, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক চঞ্চল সাহা, নাওভাঙ্গা ছালেহিয়া কামিল মাদরাসার প্রভাষক ইভান মাতুব্বর, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের প্রদর্শক মো. আসাদুজ্জামান খান, নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন, খেপুপাড়া নেছারউদ্দিন কামিল মাদরাসার সহকারী শিক্ষক তাহমিনা মালা এবং ধানখালী এসএইচ অ্যান্ড আশরাফ একাডেমির সহকারী শিক্ষক মো. ফেরদৌস মিয়া। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষক অংশ নেন।
বক্তারা বলেন, ‘শিক্ষকদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে।’ অন্যথায় তাঁরা লাগাতার কর্মবিরতি পালনের পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন না করার হুঁশিয়ারি দেন।