ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পরকীয়া প্রেমে বাধা : স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী-প্রেমিক গ্রেফতার

এইচ এম মোশারেফ সুজন
  • আপডেটের সময় : ০৬:৫৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / ৬৩৪

পটুয়াখালী প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে পরকীয়া প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখতে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী ও তার কথিত প্রেমিককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী এবং র‌্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জের যৌথ অভিযানে এ দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— প্রধান আসামি মোসাঃ আকলিমা বেগম (৩২), পিতা মৃত আব্দুল কাদের হাওলাদার, গ্রাম কচুপাত্রা, থানা তালতলী, জেলা বরগুনা এবং তার কথিত প্রেমিক মোঃ নেছার (৩৭), পিতা নুরুল হক, গ্রাম তারিকাটা চাকামাইয়া, থানা কলাপাড়া, জেলা পটুয়াখালী।

র‌্যাব জানায়, নেছারকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার শান্তিপুর গ্রামের কালাম মেম্বারের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আকলিমাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি রহমতগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, তালতলীর কচুপাত্রা গ্রামের নাজিম উদ্দিন হাওলাদারের ছেলে মাসুম বিল্লাহ (প্রয়াত) প্রায় তিন বছর আগে আকলিমা বেগমকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। তবে বিয়ের পর থেকেই তাদের সংসারে দ্বন্দ্ব দেখা দেয়। গত ছয় মাস ধরে আকলিমা স্বামীর কাছে ৩৬ শতাংশ জমি দাবি করে আসছিলেন। মাসুম বিল্লাহ জমি লিখে দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বিরোধ আরও বেড়ে যায়।

গত ২০ আগস্ট ২০২৪, মঙ্গলবার সকালে আকলিমা বেগম তার স্বামীকে বাড়িতে ডেকে নিয়ে আসেন। অভিযোগ রয়েছে, ওই সময় সরবতের সঙ্গে কৌশলে বিষ মিশিয়ে তাকে খাওয়ানো হয়। পরে অসুস্থ অবস্থায় মাসুম বিল্লাহ স্থানীয় ইউপি সদস্য সোহেলকে ফোন করে বলেন— স্ত্রী ও তার লোকজন সরবতের সঙ্গে বিষ খাইয়ে দিয়েছে।

পরিবারের সদস্যরা তাকে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানেই রাত ২টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই গোলাম কবির বাদী হয়ে আকলিমা বেগমকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে তালতলী থানায় একটি হত্যা মামলা (নং-১৭, ধারা-৩০২/৩৪) দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।



নিউজটি শেয়ার করুন








পরকীয়া প্রেমে বাধা : স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী-প্রেমিক গ্রেফতার

আপডেটের সময় : ০৬:৫৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

পটুয়াখালী প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে পরকীয়া প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখতে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী ও তার কথিত প্রেমিককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী এবং র‌্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জের যৌথ অভিযানে এ দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— প্রধান আসামি মোসাঃ আকলিমা বেগম (৩২), পিতা মৃত আব্দুল কাদের হাওলাদার, গ্রাম কচুপাত্রা, থানা তালতলী, জেলা বরগুনা এবং তার কথিত প্রেমিক মোঃ নেছার (৩৭), পিতা নুরুল হক, গ্রাম তারিকাটা চাকামাইয়া, থানা কলাপাড়া, জেলা পটুয়াখালী।

র‌্যাব জানায়, নেছারকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার শান্তিপুর গ্রামের কালাম মেম্বারের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আকলিমাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি রহমতগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, তালতলীর কচুপাত্রা গ্রামের নাজিম উদ্দিন হাওলাদারের ছেলে মাসুম বিল্লাহ (প্রয়াত) প্রায় তিন বছর আগে আকলিমা বেগমকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। তবে বিয়ের পর থেকেই তাদের সংসারে দ্বন্দ্ব দেখা দেয়। গত ছয় মাস ধরে আকলিমা স্বামীর কাছে ৩৬ শতাংশ জমি দাবি করে আসছিলেন। মাসুম বিল্লাহ জমি লিখে দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বিরোধ আরও বেড়ে যায়।

গত ২০ আগস্ট ২০২৪, মঙ্গলবার সকালে আকলিমা বেগম তার স্বামীকে বাড়িতে ডেকে নিয়ে আসেন। অভিযোগ রয়েছে, ওই সময় সরবতের সঙ্গে কৌশলে বিষ মিশিয়ে তাকে খাওয়ানো হয়। পরে অসুস্থ অবস্থায় মাসুম বিল্লাহ স্থানীয় ইউপি সদস্য সোহেলকে ফোন করে বলেন— স্ত্রী ও তার লোকজন সরবতের সঙ্গে বিষ খাইয়ে দিয়েছে।

পরিবারের সদস্যরা তাকে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানেই রাত ২টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই গোলাম কবির বাদী হয়ে আকলিমা বেগমকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে তালতলী থানায় একটি হত্যা মামলা (নং-১৭, ধারা-৩০২/৩৪) দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।