কলাপাড়ায় তিন স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

- আপডেটের সময় : ০৫:২৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৫২
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পরিবেশ রক্ষা ও পর্যটন সম্ভাবনা বাড়াতে পটুয়াখালীর কলাপাড়ায় যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে তিনটি স্বেচ্ছাসেবী সংগঠন—‘পাশে দাঁড়াই’, ‘প্রিয়জন কল্যাণ পরিষদ’ এবং ‘সিপিপি নীলগঞ্জ’। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলাপাড়া ব্রিজের টোল সংলগ্ন সেলফি জোনের কৃষ্ণচূড়া তলায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হামিদ মিয়ার সভাপতিত্বে অতিথি ছিলেন ডেনমার্ক বাঙালি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আলম মাতুব্বর, সিপিপি’র সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, উপজেলা বন ও পরিবেশ কর্মকর্তা মো. মনিরুল হক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. শামীম ব্যাপারী।
আয়োজক সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন ‘প্রিয়জন কল্যাণ পরিষদ’-এর সভাপতি প্রভাষক ইভান মাতুব্বর ও ‘পাশে দাঁড়াই’ সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নয়নাভিরাম গাইন (নয়ন)।
বক্তারা বলেন, ‘কলাপাড়া ব্রিজের টোল এলাকার কৃষ্ণচূড়া গাছগুলো এরই মধ্যে সৌন্দর্যবর্ধনে অনন্য ভূমিকা রাখছে। এ গাছের ফুল ফোটার মৌসুমে এ এলাকা স্থানীয় ও পর্যটকদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।’ তারা জানান, এবার কৃষ্ণচূড়ার পাশাপাশি জারুল, সোনালুসহ অন্যান্য ফুলের গাছ রোপণ করায় দৃশ্যত আরও মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হবে। বক্তারা আরও বলেন, ‘কলাপাড়াকে পর্যটনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে মহাসড়কের পাশে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখা উচিত।’
এ সময় কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচ. আর. মুক্তা, সহ-সভাপতি মো. ওমর ফারুক, উপজেলা সমবায় অফিসার মো. আব্বাস আলী, সিপিপি ইউনিট টিম লিডার মো. আউয়াল হাওলাদার, ‘পাশে দাঁড়াই’ সংগঠনের উপদেষ্টা মো. সোহাগ মাতুব্বর, প্রিয়জন কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. জাহিদ খলিফা, কোষাধ্যক্ষ মো. বেল্লাল হাং, ‘পাশে দাঁড়াই’ সংগঠনের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, কোষাধ্যক্ষ মো. মুসা আকন, প্রচার সম্পাদক মোতালেব সরদারসহ তিন সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।