জাতিসংঘের মানবাধিকার কমিশনের চুক্তি বাতিলের দাবিতে জমিয়তে উলামায়ে ইসলাম খুলনার স্মারকলিপি

- আপডেটের সময় : ০৫:০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / ৫৮৪
খুলনা ব্যুরো প্রধান: বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) বৃহস্পতিবার দুপুর ১২টায় “জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস ও তার কার্যক্রম সংক্রান্ত চুক্তি বাতিলের দাবিতে” খুলনা জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ খুলনা জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দীর্ঘদিন যাবত দেশের জনগণের ন্যায্য অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধ ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন পরিচালনা করে আসছে। বিগত জুলাই আগস্ট এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার কাতারে একাকার হয়ে অগ্রণী ভূমিকা পালনকারী এই দল অন্তবর্তী সরকারকেও সার্বিক সহযোগিতা করে আসছে তবে দুঃখজনক হলেও সত্য যে সম্প্রতি বর্তমান সরকার দেশের রাজনৈতিক দলগুলোর সাথে কোনরূপ আলোচনা ছাড়াই বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশনেরঅফিস চালু সংক্রান্ত ৩ বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষর করেছে যাতে দেশ ও বিদেশে ব্যাপকভাবে উদ্বেগ সৃষ্টি করেছে। এই চুক্তির ফলে একদিকে যেমন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে, এতদাঞ্চলের সাংস্কৃতিক ও ধর্মীয় মুলবাদ আক্রান্ত হবে, অপরদিকে জুলাই গণঅভ্যুত্থানের অবদান সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে । এমতাবস্থায় দেশের জনগণ ও ধর্মপ্রাণ মুসলমানের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে অন্তবর্তী সরকারের নিকট ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার চুক্তি বাতিল করার জোর দাবি জানান।
জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনে করেন এই চুক্তি বাতিল না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, সমকামিতা, ট্রান্সজেন্ডার ও বাক স্বাধীনতার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মত বিতর্কিত বিষয়গুলোকে জাতিসংঘের এই কমিশন মানবাধিকারের অন্তর্ভুক্ত মনে করে, এই অফিস কার্যত মানবাধিকার নামে ইসলাম বিরোধী পশ্চিমা এই সাংস্কৃতিগুলোকেই এদেশে প্রমোট করবে। বাংলাদেশের বিচার ব্যবস্থা ও মানবাধিকার কমিশনের স্বাধীনতা বিপন্ন হবে, বহুল আলোচিত পার্বত্য অঞ্চল নিয়ে আলাদা একটি খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠার পথ সুগম করবে এবং আবহমান কাল থেকে চলে আসা বাংলাদেশের মুসলিম পারিবারিক ঐতিহ্য বিনষ্ট হবে।
স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন জমিয়াতে ওলামায়ে ইসলাম বাংলাদেশ খুলনা মহানগরের আহবায়ক মাও: নাসির উদ্দিন কাসেমী, খুলনা মহানগর সদস্য সচিব মুফতী জাকির হুসাইন, জেলা সভাপতি মুফতী ইউসুফ আজাদী, জেলা সাধারণ সম্পাদক মুফতি জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী হাবিবুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা সালমান, মাওলানা নাজমুল হাসান, গাজী শফিকুল ইসলাম, মুজাহিদুল ইসলাম সোহাগ, মাওলানা তবিবুর রহমান, মাওলানা উমর ফারুক, মোঃ হাফেজ হিজবুল্লাহ, জোবায়ের আহমাদ, শাকরান জামিল, আরিফুল ইসলাম, হুজাইফা, ইয়াকুব সহ জেলা ও থানা নেতৃবৃন্দ।